22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের ৩ পুলিশের বিরুদ্ধে মোবাইল ফাঁদে সিলেটের এক তরুনীকে ধর্ষনের অভিযোগ !

সিরাজগঞ্জের ৩ পুলিশের বিরুদ্ধে মোবাইল ফাঁদে সিলেটের এক তরুনীকে ধর্ষনের অভিযোগ !

সিরাজগঞ্জ প্রতিনিধি: মোবাইল প্রেমের ফাঁদে ফেলে সিলেট থেকে এক তরুনীকে সিরাজগঞ্জে এনে ৩ পুলিশ মিলে ধর্ষন করেছে বলে জানা গেছে। ধর্ষিতা ঐ মেয়েকে এলাকাবাসী উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অভিযোগকারী না থাকায় থানায় মামলা হয়নি। বিষয়টি কান্দপাড়া, চরকল্যানী এলাকায় মানুষের মুখে মুখে বলাবলী হলেও পুলিশ ঘটনার বিষয়ে এখনো কিছু জানেনা বলে জানিয়েছে। জানা গেছে, সিরাজগঞ্জ পুলিশের গাড়ি চালক রশিদ মোবাইল ফোনে প্রেম করে সিলেটের এক তরুণীর সাথে। তার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। বিয়ে করার প্রতিশ্রুতিতে ঐ তরুনী সিলেট থেকে মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জে আসে। তাকে সিরাজগঞ্জ কড্ডার মোড় থেকে নিয়ে এসে সকালে চর কল্যানী গ্রামের মৃত শমসের আলীর পূত্র ওয়াজেদ নেংড়ার বাড়িতে উঠানো হয়। ওয়াজেদ নেংড়া দেশী তৈরী মদ/চুয়ানী বিক্রেতা বলে জানা গেছে। এসময় ঐ বাড়িতে মেয়েটি ধর্ষিত হয়। সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত (কনষ্টেবল) গাড়ির চালক কথিত প্রেমিক আব্দুর রশিদ, এমদাদ ও সোহরাব পালাক্রমে ধর্ষন করে। মেয়েটির আত্ন চিৎকারে এলাকার মহিলারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এলাকার একজন ইউপি সদস্য রেজাউল ওরফে রেজাকে খবর দিলে সে অন্য পুলিশের সহায়তা নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেয়েটিকে মঙ্গলবার তার বাড়ি সিলেটে পাঠিয়ে দেয়। এঘটনা পুলিশের উর্দ্ধতন কতৃপক্ষ অবগত হয়ে পুলিশের গাড়ি চালক রশিদকে আটক করে পুলিশ লাইনের ম্যাগজিন রুমে আটকে রাখে। তবে অপর দুই পুলিশ (চালক)এমদাদ ও সোহরাব পলাতক রয়েছে বলে জানা গেছে। এ খবর পুলিশের কোন কর্মকর্তা স্বীকার না করলেও এলাকার একাধীক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে বাদী না থাকায় থানায় এখনো কোন মামলা হয়নি।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …