15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / সিরাজগঞ্জে পৌর আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণ, নেই কোন অগ্নিনির্বাপন ব্যবস্থা

সিরাজগঞ্জে পৌর আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণ, নেই কোন অগ্নিনির্বাপন ব্যবস্থা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহর ও পৌর এলাকায় যত্রতত্রভাবে নির্মান করা হচ্ছে অধিকাংশ ভবন ও বহুতল ভবন। পৌর আইন অমান্য করে এ সমস- ভবন ও বহুতল ভবন মালিকরা তা নির্মান করছে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতা ও সঠিক তদারকি না থাকার কারণে তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও নির্মিত ভবনগুলোতে নেই কোন অগ্নিনির্বাপন ব্যবস’া। শহরের আবাসিক ও অনাবাসিক ভবনগুলোতে নেই যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা। পৌরসভা সূত্রে জানা যায়, পৌর শহরে ১০তলা পর্যন্ত অনুমোদন দেয়া হয়। আবাসিক, অনাবাসিক ও মার্কেটের ভবনগুলো নির্মাণ করতে পৌরসভার রাস্তা হতে সর্বনিম্ন ৫ফিট এবং অপর তিন পার্শে ৩ফিট জায়গা ছেড়ে দিতে হবে। তবে ৪শতাংশ জায়গার জন্য শুধু পৌর রাস-া থেকে ৫ফিট ছাড়তে হবে। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার জানান, এসব ভবনগুলোর ভিত্তি খননের সময় পৌর কর্তৃপক্ষ উপসি’ত হয়ে সরেজমিনে দেখে কাজ করার নিয়ম থাকলেও কিছুটা ব্যতিক্রম ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, শহরের অধিকাংশ মার্কেট, আবাসিক, অনাবাসিক ভবনগুলোতে অগ্নিনির্বাপন ব্যবস্থা নেই। যে কোন ভবন নির্মানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক। এই অনাপত্তিপত্র পাওয়ার ৩০টি শর্তের মধ্যে উল্লেখযোগ্য হলো ভবনগুলোতে যারা সিকিউরিটি হিসেবে থাকবে তাদেরকে অগ্নিনির্বাপনের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে, ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌছানোর মত রাস্তা থাকতে হবে, সাধারণ সিঁড়ি পথের ব্যবস্থা, জরুরী নির্গমন পথ, ছাদের উপর ১০ হাজার গ্যালন পানি ধারন ক্ষমতা সম্পন্ন ট্যাংক, ২০ হাজার গ্যালন পানি ধারন ক্ষমতা সম্পন্ন ভূগর্ভস’ ট্যাংক , ফায়ার স্পোক ডিটেক্টর, অগ্নিনির্বাপক প্লাটফর্ম এবং অগ্নিনির্বাপক যন্ত্রাংশের যথাযথ মজুদ রাখা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০০৩ আইন অনুযায়ী ৭তলার উর্দ্ধে ভবনগুলোই বহুতল ভবনের আওতায় পড়ে। পৌর শহরে বহুতল ভবন না থাকায় আজ পর্যন্ত একজনও অগ্নিনির্বাপক ব্যবস্থা গ্রহণ করে অনাপত্তিপত্র নেয়নি।

আরও পড়ুন...

নওগাঁয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়ান দিবস পালিত হয়েছে

এনবিএন ডেক্সঃ জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল …