15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য


এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে এসেছে। তাকে নওগাঁ শহরের চকরামপুরে তার পিতা ইসমাইল হোসেন ও মাতা ঝরনা বেগমের নিকট হস্তান্ত করা হয়েছে।
উলেখ্য গত ১২ মে/১৪ দিবাগত রাতে তার শ্বশুরবাড়ি সদর উপজেলার চন্ডিপুরে পারিবারিক কলহের জের ধরে এক পর্যায়ে পাষন্ড স্বামী বিপব তার গায়ে কোরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।  এতে সম্পার সমস্ত শরীর অগ্নিদগ্ধ হয়। মারাত্মক আহত অবস্থায় নওগাঁ ও রাজশাহী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু গরীব পিতা অর্থের অভাবে তার চিকিৎসা করতে না পেরে তাকে বাড়িতেই রেখে দেয়। সম্পা ক্রমেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। বাঁচার আশা যখন একেবারেই শেষ হয়ে যাচ্ছিল তখন বিভিন্ন সংবাদপত্রে সম্পার ঘটনা নিয়ে সংবাদ পরিবেশিত হলে স্থানীয় বে-সরকারী সংগঠন আঞ্চলিক পলী উন্নয়ন সংস্থা (আপোস) এবং আইন ও শালিস কেন্দ্র, ঢাকা ঘটনাটি মানবিক দিক বিবেচনা করে তাদের আর্থিক সহযোগিতায় সম্পাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসা শেষে সম্পা পুরোপুরি সুস্থ হলে তাকে তাঁর পিতামাতার নিকট হস্তান্তর করা হয়।

আরও পড়ুন...

নওগাঁয় ট্রাকের চাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

এনবিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার নওগাঁ-মহাদেবপুর মহাসড়কের হাঁপানিয়া নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক …