29 Boishakh 1431 বঙ্গাব্দ সোমবার ১৩ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!

নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!

এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার লাউডাঙ্গা গ্রামের যুবক সমিতির আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় মান্দা উপজেলার ৪ টি প্রতিযোগী দল। গত মঙ্গলবার বিকাল ৩ টা থেকে এ প্রতিযোগিতা উপভোগ করতে আসে পার্শবর্তী নিয়ামতপুর, পোরশা, মহাদেবপুর ও মান্দার উপজেলার কয়েক হাজার নারী ও পুরুষ। বিকাল ৪ টার মধ্য বিলের দু’ পারে কানায় কানায় ভরে যায় নারী পুরুষ । এ উপলে সাতরার বিল এলাকার গ্রাম গুলোতে জামাই মেয়ে এনে করা হয় আনুষ্টানিকতা। স্থানীয় লাউডাঙ্গা মাঠে বসে গ্রামীন মেলা । মিষ্টির দোকান নিয়ে সাজানো পসরা আর বাঁশ বেয়ে উপড়ে ঊঠা প্রতিযোগিতা ছাড়াও ছিল গ্রামীণ কিছু খেলা । বিকাল সাড়ে ৪ টায় শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগীতা । প্রতিযোগীরা যখন নাও ছেড়ে দেয় বিলের তলায় তখন পানির উত্তাল ঢেউ আর চারিদিকে সাজ সাজ রব উঠে। উপস্থিত দর্শকরা তখন হাত তালি দিয়ে উৎসাহ যোগায় । ঘন্টাব্যাপী প্রতিযোগীতায় শেষে মান্দা উপজেলার রাজেন্দ্র বাহী গ্রামের মকবুলের দল বিজয়ী হয় । পরে পুরুষ্কার বিতরণী অনুষ্টানের মধ্য তাকে প্রথম পুরুস্কার তুলে দেন চান্দাশ ইউপি চেয়ারম্যান আব্দুল সাত্তার মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আনিছার রহমান, মোকলেছার রহমান, হায়দার আলী, বিমান চন্দ্র মন্ডল, সামসুল হক. বাচ্চু প্রমুখ। স্থানীয়রা বলেন ১২ বছর পর এ অনুষ্টান করা হচ্ছে সাতরা বিলে । সরকারী সহযোগীতা পেলে এখানে একটি মনোরম বিনোদন কেন্দ্র সহ প্রতিবছর নৌকা বাইচ করার মধ্য দিয়ে এ অঞ্চলের হারিয়ে যাওয়া এ খেলা কে আবারো জনপ্রিয় করা যাবে । সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরুস্কার হিসাবে ১ টি খাসি প্রদান করা হয় । স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার বিজয়ীদের পুরুস্কার তুলে দেন ।

আরও পড়ুন...

নওগাঁর ধামইরহাটের আলতাদীঘি জাতীয় উদ্যানে ভ্রমণপিপাসুদের উপচেপড়া ভীড়!!

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী আলতাদীঘি জাতীয় উদ্যানে ভ্রমণপিপাসুদের উপচেপড়া ভিড় ল্য করা গেছে। আলতাদীঘি …