7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / চিরিরবন্দরে সেতু নয় যেন মরণফাঁদ

চিরিরবন্দরে সেতু নয় যেন মরণফাঁদ

এনবিএন ডেক্স: চিরিরবন্দর উপজেলার নওখৈর-বেলতলী সড়কের বিন্যাকুড়িহাটের সনি্নকটে ইছামতি নদীর উপরে একটি ছোট সেতু। এ সেতুর পূর্ব দিকে বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়, বিন্যাকুড়ি তালিমুল কোরআর বালিকা দাখিল মাদ্রাসা, উত্তরে বিন্যাকুড়ি কলেজ, বিন্যাকুড়ি কিন্ডার গার্টেন স্কুল, দক্ষিণে বিন্যাকুড়ি হাট, হাটের মধ্যে বিন্যাকুড়ি মুক্তিযোদ্ধা কিন্ডার কার্টেন স্কুল, সোনালী ব্যাংক, পশ্চিমে ইসবপুর ইউপি কার্যালয়, পুরান বিন্যাকুড়ি আলিম মাদ্রাসাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও এনজিও অফিস রয়েছে। এখানে সপ্তাহে দু’দিন হাট বসে। চলতি বর্ষা মৌসুমে ইছামতি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তা সেতুর পশ্চিম মাথায় রাস্তার নিচ দিয়ে এ নদীর পানি প্রবাহিত শুরু হয়। এতে সেতুর পশ্চিম মাথায় সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে রাস্তাটি ভেঙ্গে গিয়ে নদীতে মিশে যায়। রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারনে সর্বক্ষণ এ ব্যস্ততম সড়ক দিয়ে চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। রাস্তা দিয়ে সেতুর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, হাটুরেসহ নশরতপুর, ফতেজংপুর, আলোকডিহি, ইউসবপুর, আব্দুলপুর, সাতনালা, সাইতাড়া ইউনিয়নের লোকজনের চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের বিকল্প পথে অনেক দূরবর্তী রাস্তা দিয়ে বিন্যাকুড়িহাটে, ব্যাংকে এবং উপজেলায় যাতায়াত করতে হচ্ছে। সেতুর সঙ্গে রাস্তার সংযোগ না থাকার কারনে বৃহত্তর বিন্যাকুড়ি এলাকার অনেককে রোগী নিয়ে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। কৃষকরাও তাদের উৎপাদিত কৃষিপণ্য আনা-নেয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। তারা কৃষিপণ্য হাটে আনা-নেয়া করতে পারছেন না। তাদের অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে। ক’জন কৃষক ও ব্যবসায়ী জানান, গত ৬ জুলাই বিকেলে হঠাৎ সেতুর পশ্চিম মাথায় সংযোগ রাস্তাসহ পশ্চিমপাড়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মাটি নিচে সরে গিয়ে উপরে ফেঁটে যেতে থাকে। মূর্হুতের মধ্যেই রাস্তাটি ভেঙ্গে যায়। ফলে রাস্তা দিয়ে রিক্সা-ভ্যান, সাইকেল, মটরসাইকেলসহ সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ইউসুবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন জানান, এলাকাবাসীর বৃহৎ স্বার্থে সেতুটিসহ রাস্তাটি অতিসত্ত্বর সংস্কার করা প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, এখন এটি সংস্কার বা মেরামত করতে হলে ৮/১০ লাখ টাকার প্রয়োজন হবে। কিন্তু এত অল্প সময়ে এ টাকা খরচ করে কোন লাভ হবে না। আগামী ডিসেম্বর মাসে এখানে কাজ শুরু করা হবে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …