14 Chaitro 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / রাজধানীতে বল ভেবে বোমা নিয়ে খেলা : ৩ শিশু আহত

রাজধানীতে বল ভেবে বোমা নিয়ে খেলা : ৩ শিশু আহত

এনবিএন ডেক্স: রাজধানীর চকবাজারে কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরণে সাদিয়া (৭), সুলতানা (১০) ও রিফাত (৪) নামের তিন শিশু আহত হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। এর আগেও চলতি বছরের প্রথম দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কুড়িয়ে পাওয়া ককটেলে আহত হওয়াসহ শিশুদের প্রাণ হারানোর ঘটনা গটেছে। তবে এর কোন ঘটনার তদন্ত বেশিদূর আগায়নি। আর দোষীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। অন্যদিকে এসব মামলার রাজনৈতিকভাবে রূপ দেয়ার অভিযোগতো রয়েছেই। চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, ইসলামবাগের নামাপাড়া এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাসার সামনে খেলছিলো তিন শিশু। এ সময় টেনিসবল সাদৃশ বস্তু দেখে তারা সেটি হাতে তুলে নাড়াচাড়া করতে থাকে। এ সময় সেটি বিস্ফোরিত হয়ে ওই তিন শিশু আহত হন। তাৎক্ষনিক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, কারা কেন এখানে ককটেল রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …