30 Boishakh 1431 বঙ্গাব্দ সোমবার ১৩ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর সাপাহারে পানি সরবরাহকে কেন্দ্র করে সড়ক অবরোধ, পুলিশের লাঠি চার্জ, এলাকায় উত্তেজনা

নওগাঁর সাপাহারে পানি সরবরাহকে কেন্দ্র করে সড়ক অবরোধ, পুলিশের লাঠি চার্জ, এলাকায় উত্তেজনা

নওগাঁ (সাপাহার) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা সদরের গো্‌ডাউন পাড়া এলাকায় পানি সরবরাহ নিশ্চিত করনের দাবীতে এলাকাবাসী শনিবার সকালে প্রায় ঘন্টাকাল ব্যাপী সাপাহার-নওগাঁ সড়ক অবরোধ সহ বিক্ষোভ প্রদর্শন করে। এসময় পরিসি’তি নিয়ন্ত্রনে আনতে পুলিশ উত্তেজিত জনতার উপর লাঠি চার্জ করে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, চলতি খরার মধ্যে প্রায় ১০ দিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা সদরের বিভিন্ন এলাকায় নিময়তান্ত্রিক ভাবে পানি সরবরাহ অব্যাহত থাকলেও গোডাউন পাড়া এলাকার প্রতি বিমাতা সুলভ আচরন করে প্রায় ১০দিন যাবত ওই এলাকায় পানি সরবরাহ দিতে চরম অনিয়ম শুরু করে। ফলে প্রয়োজনীয় পানি সরবরাহ না থাকায় প্রতি দিন ওই এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় জনস্বাস্থ্য কর্র্তৃপক্ষ ও পানি সরবরাহ কর্তৃপক্ষের খামখেয়ালীর কারনে গত ১০ দিন ধরে উপজের গোডাউন পাড়া, ধাতাল পাড়া, শিমুলতলী, পুরাতন সাপাহার, মরাপুকুর সহ বেশ কিছু এলাকার প্রায় সহস্রাধিক পানির গ্রাহক পানি না পেয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। সপ্তাহ ব্যাপী এ অনিয়ম চলতে থাকায় গত শুক্রবার রাতে এলাকাবাসী মাইকিং করে এক জরুরী আলোচনায় বসে। সেখানে পানি সরবরাহ কর্র্তৃপক্ষ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল আলম চৌধুরীকে ডাকা হলে তিনি না আসায় রাতেই এলাকাবাসী সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ প্রদর্শন করে এবং সকাল ৭টা হতে ৮টা পর্যন্ত প্রায় ঘন্টাকাল সময় এলাকার শত শত নারী পুরুষ রাস্তায় নেমে খালি কলস মাটিতে রেখে সড়ক অবরোধ করে রাখে। ওই দিন হাটবার হওয়ায় মহুর্তে রাস্তায় অসংখ্য পরিবহনে যানজট লেগে যায়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘটনাস’লে এসে জনগনের তোপের মুখে পড়েন। উত্তেজিত জনতার মাঝে তিনি বাধ্য হয়ে বিকেল হতে পূর্বের ন্যায় পানি সরবরাহ নিশ্চিত করনের ঘোষনা দিলে জনগন রাস্তা অবরোধ তুলে নেয়। এর কিছুক্ষন পরে ঘটনাস’লে পুলিশ উপসি’ত হয়। এলাকাবাসী অভিযোগ করেন উত্তেজিত জনতার প্রতি ক্ষিপ্ত হয়ে উপজেলা চেয়ারম্যানের নির্দেশে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে থাকা নিরপরাধ জনগনের উপর লাঠিচার্জ শুরু করে। এসময় স্থানীয় জনতা ও পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ও ঘটনা ঘটে। এলাকাবাসী পুলিশ কর্তৃক নিরপরাধ লোকজনের উপর লাঠিচার্জ ও হুকুমদাতা উপজেলা চেয়ারম্যানের বিচারের দাবী জানিয়ে ওই দিন বিকেলে গোডাউন পাড়া খেলার মাঠে পুনরায় মাইকিং করে এক জরুরী সভার আহব্বান করে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী জানান পানি সরবরাহ প্রকল্পের মেইন লাইনের সংস্কার কাজ চলার কারনে ওই এলাকায় পানি সরবরাহে কিছুটা বিঘ্নিত হয়েছে। এটিকে অন্য রুপ দিয়ে কতিপয় ব্যক্তি এলাকায় অহেতুক উত্তেজনা সৃষ্টি করে শানি- শৃংখলা অবনতি ঘটানোর চেষ্টা করেছে। নির্বাহী অফিসার রুহুল আমিন মিঞা জানান সংবাদ পেয়ে কিছুক্ষন পর ঘটনাস’লে গিয়ে তিনি স্বাভাবিক পরিসি’তি দেখেছেন। সাপাহার থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আলমাছউদ চৌধুরী জানান রাস্তার অবরোধ কারীদের ছত্র ভঙ্গ করতেই পুলিশ বাধ্য হয়ে মৃদু লাঠি চার্জ করেছে । ভবিষ্যতে যদি আবারো তারা এ ধরনের কর্মকান্ড সংঘঠিত করার চেষ্টা করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনে বাধ্য হবে বলে জানিয়েছেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকার লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছিল।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …