7 Boishakh 1431 বঙ্গাব্দ শনিবার ২০ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / স্বাস্থ্য / নওগাঁয় গর্ভাবস্থা, প্রসবকালীন ও প্রসবোত্তর করনীয়, মাতৃদুগ্ধ পান ও উন্নত পুষ্টির উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় গর্ভাবস্থা, প্রসবকালীন ও প্রসবোত্তর করনীয়, মাতৃদুগ্ধ পান ও উন্নত পুষ্টির উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ গর্ভাবস্থা, প্রসবকালীন ও প্রসবোত্তর করনীয়, মা ও শিশু মৃত্যুহার, মাতৃদুগ্ধ পান ও উন্নত পুষ্টির উপর কর্মজীবি মাতৃত্বকালীন সহায়তা তহবিল কর্মসুচীর আওতায় নির্বাচিত উপকার ভোগীদের মাঝে শনিবার সকালে নওগাঁয় দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে প্রভাতী মহিলা সমিতি এর আয়োজন করে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা দিলরুবা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মালেক, ভাইস চেয়ারম্যান জাভেদ জাহাঙ্গীর সোহেল, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দীন, প্রভাতী মহিলা সমিতির সভানেত্রী ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পারভীন আকতার, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান ও পরিদর্শিকা কোহিনুর সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। দিনব্যাপী কর্মশালায় পৌরসভার মোট ৮৫০ জন মাতৃত্বকালীন উপকার ভোগীরা উপসি’ত ছিলেন।#

আরও পড়ুন...

নওগাঁয় একটি বে-সরকারি ক্লিনিক সিলগালা ঃ ৪টি ক্লিনিকে জরিমানা

এনবিএন ডেক্সঃ নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্সবিহীন, ডিউটি ডাক্তার ও মেডিকেল ডিপ্লোমা নার্স না থাকায় অভিযান …