22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / জমি নিয়ে বিরোধ নওগাঁর পোরশায় ২৫ টি পরিবার ঘর ছাড়া

জমি নিয়ে বিরোধ নওগাঁর পোরশায় ২৫ টি পরিবার ঘর ছাড়া

এন বি এন ডেক্সঃ নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লেলাংগাহার গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রম্নতার জের ধরে সরকার দলের ছত্রছায়ায় প্রতিপড়্গের একের পর এক মিথ্যা মামলায় ২৫ টি পরিবার বাড়ি ঘর ছেড়ে পলিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবার গুলো মামলা করতে গেলে থানায় তাদের মামলা নেয়নি। বরং উল্টো তাদের একজনকে পাওয়ার টিলার-টলিসহ অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে আটক করে রেখেছে প্রতিপড়্গের সন্ত্রাসীরা। এতে করে ওই পরিবারের লোকজন আতংকিত হয়ে পড়েছে বলে তারা সাংবাদিকদের কাছে জানিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার পোরশা উপজেলার লেলাংগাহার গ্রামের ডা: ফুল মোহাম্মদের সাথে জামি নিয়ে একই গ্রামের আলহাজ্ব রেজাউল করিমের বিরোধ চলে আসছিলো। এ সংক্রানত্ম বিষয়ে নওগাঁর সাব জজ ২ এর আদালতে একটি মামলা দায়ের হয়। এর পর থেকে ডা: ফুল মোহাম্মদের পড়্গ নিয়ে তাঁর ভাগিনা জাহাঙ্গীর আলম ও এনামূল হক সরকারী দলের প্রভাব খাটিয়ে রেজাউল করিমসহ ওই গ্রামের ২৫ টি পরিবারের বিরম্নদ্ধে ঘর পোড়ানোসহ অন্যান্য অপরাধে থানায় দুাটি মিথ্যা মামলা দায়ের করেন। গ্রামের জিয়াউর রহমানসহ কয়েক জন জানান, একই বিরোধের জের ধরে জাহাঙ্গীর-এনামূল গং রেজাউল করিমের টিলার-টলিসহ ড্রাইভার জালালকে সম্প্রতি আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে রহস্যজনক কারনে পুলিশ তাদের অভিযোগ নেয়নি। গত ৩ দিনেও জালালকে ফেরত না পাওয়ায় তার পরিবার আতংকগ্রস’ হয়ে পড়েছে। এ বিষয়ে মামলার বাদি এনামূলের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার অন্য একটি নম্বরে ফোন করলে জমি জমা সংক্রানত্ম বিরোধের কথা স্বীকার করে তার চাচাতো ভাই আশরাফুল বলেন, ‘জালালকে আটক করে রাখার বিষয়টি মিথ্যা। তবে, ঘর পোড়ানোর মামলাটি সত্য বলে দাবি করেন তিনি।’ তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এ বিষয়ে ইউনিয়ন পরিষদে মৌখিক অভিযোগ করেছেন আলহাজ্ব রেজাউল করিম। তাদের বিরম্নদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার বিষয়টি সত্য। টলিসহ চালক আটক করে নিয়ে গেলেও আলহাজ্ব রেজাউল করিমের অভিযোগ নেয়নি পুলিশ। এখানে আমাদের করার কিছুই নাই।’ পোরশা থানার ওসি রেজাউল করিম জানান,‘প্রাপ্ত মামলা দুটির তদনত্ম চলছে। অন্য পড়্গের মামলা গ্রহন না করার অভিযোগটি সত্য নয়। টলি চালক জালাল নিখোঁজ হবার বিষয়টি আমার জানা নেই।’

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …