6 Boishakh 1431 বঙ্গাব্দ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / মঠবাড়িয়ায় তিন জন কে অজ্ঞান করে দুই লক্ষাধিক টাকার মালামাল লুট

মঠবাড়িয়ায় তিন জন কে অজ্ঞান করে দুই লক্ষাধিক টাকার মালামাল লুট

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শিংগা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বাসুদেব হালদারের ঘরের খাবারের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে সবাইকে অচেতন করে দুর্বত্তরা স্বর্ণালংকার সহ দুইলক্ষাধিক মালামাল লুট করে নিয়ে গেছে গতকাল শুক্রবার রাতে। হাসপাতাল সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে সংঘদ্ধ দুর্বত্তরা বাসুদেব হালদারের ঘরের খাবার স্থানে কৌশলে চেতনা নাশক ঔষধ মিশিয়ে রাখে। রাতে খাবার খেয়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে ঘরে থাকা পাঁচ ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা সহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়। আজ শনিবার সকালে প্রতিবেশীরা অচেতন অবস’ায় গৃহকর্তা বাসুদেব হালদার (৬৫), তাঁর স্ত্রী রেনুবালা (৫৫) ও তাঁদের আত্মীয় ব্যাংক কর্মকর্তা সুজিৎ বড়াল (২৭) সহ তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, বিষ ক্রিয়ায় অক্রান-রা এখন আশংকা মুক্ত।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …