19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিভিল সার্ভিস বর্তমানে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে ……………..এম.কে. আনোয়ার এমপি

সিভিল সার্ভিস বর্তমানে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে ……………..এম.কে. আনোয়ার এমপি

এনবিএন ডেক্স: ১৯৭২-৭৫ সালে সিভিল সার্ভিসের উপর প্রথম আঘাত হানা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে আমূল পরিবর্তন ঘটান। সিভিল সার্ভিসে যারা আসেন তাদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও প্রশিক্ষণ এবং বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আসতে হয়। ১৯৯৬ সালে জনতার মঞ্চ করে তৎকালীন সময়ে সিভিল সার্ভিসকে রাজনৈতিকভাবে সর্বপ্রথম নগ্নভাবে ব্যবহার করা হয়। তারপর থেকেই বর্তমান সময় পর্যনত্ম যখনই যে ক্ষমতায় রয়েছেন তখনই সে তার মত করে সিভিল সার্ভিসদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। এতে করে দেশের সাধারণ মানুষের যে আশা-প্রত্যাশা তা সিভিল সার্ভিসের ব্যক্তিরা সরকারের কাছে ব্যবহৃত হওয়ার কারণে জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তিনি মরহুম তাহের সম্পর্কে বলতে গিয়ে বলেন, তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক। এছাড়াও তিনি একজন গুণী লেখক ছিলেন, ক্রীড়া সংগঠক ছিলেন, কেন তার উপর বর্তমান সরকার বৈষম্যের আচরন করেছেন তা আমাদের বোধগম্য নয়। তিনি তার মৃত্যুতে বর্তমান সরকারকেই দায়ী করে বলেন বর্তমান সরকার যদি তার প্রতি এই উদাসীনতা না করত হয়ত তিনি এখনও বেঁচে থাকতেন এবং বিভিন্নভাবে সমাজের অবদান রাখতে পারতেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী সমপ্রতিককালে সাগর-রুনি সম্পর্কে মনত্মব্য করতে গিয়ে বেডরুমের যে কথা বলেছেন সেই কথার তীব্র সমালোচনা করে বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমরা এমন মনত্মব্য কখনও আশা করিনি। তাদের স্মৃতি সংসদের উদ্যোগে ২রা ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আবু তাহের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রশাসনে দলীয়করণ ও বাংলাদেশের গণতন্ত্র ও আমলাতন্ত্রের ভবিষ্যত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির স’ায়ী কমিটির সদস্য এম.কে. আনোয়ার এমপি একথা বলেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদারের সভাপতিত্বে ও মোঃ মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য এ.এইচ.এম আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোসত্মাফিজুর রহমান ইরান, সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর মীর মোঃ মাসুদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. আবুল হাসনাত, মরহুম আবু তাহেরের কনিষ্ঠ পুত্র, মোঃ আনিসুজ্জামান বাবু, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা ইঞ্জি. মোঃ শাহ আলমসহ প্রমুখ।

প্রধান অতিথি সিটি করপোরেশন সম্পর্কে বলেন বর্তমান সরকারের আমলে বিএনপি সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধানত্ম গ্রহণ করেনি। বর্তমান নির্বাচন কমিশন ইভিএম নিয়ে যে মনত্মব্য করেছেন আমরা আশা করছি তারা এ বিষয়ে আরো বেশী তথ্য ও উপাত্ত নিয়ে সিদ্ধানত্ম নেবেন। তিনি আগামী ১২ মার্চের মহাসমাবেশ সফল করতে সকলকে আহ্বান জানিয়ে বর্তমান সরকারের হঠকারী কিছুকিছু সিদ্ধানেত্মর তীব্র সমালোচনা করে বলেন বর্তমান সরকার আমাদের পূর্ব ঘোষিত ২ মাস আগের অনুষ্ঠানের আগে ও পরে কেন কর্মসূচী ঘোষণা করল তা আমাদের বোধগম্য হচ্ছে না। তারা পা পাড়িয়ে ঝগড়া করতে চাইলে এবং মহাসমাবেশে কোন প্রকার বাধা দিলে তাদেরকে আর ছাড় দেয়া হবে না।

সভায় আবু তাহেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …