14 Chaitro 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / অর্থনীতি / বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন যে কোন দেশের আর্থ সামাজিক উন্নয়নের পূর্বশর্ত – সচিব মো. আবদুর রব হাওলাদার

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন যে কোন দেশের আর্থ সামাজিক উন্নয়নের পূর্বশর্ত – সচিব মো. আবদুর রব হাওলাদার

পিরোজপুর প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রনালয়ের সচিব মো. আবদুর রব হাওলাদার বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং তার যথাযথ প্রয়োগ যে কোন দেশের আর্থ সামাজিক উন্নয়নের পূর্বশর্ত। তিনি শনিবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নব নির্মিত ভবন উদ্বোধনকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তৃতা কালে একথা বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড মো. শহিদুল হক খান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন পিরোজপুর জেলা প্রশাসক অনল চন্দ্র দাস, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা, ওসি মো. মতিউর রহমান,এ্যাড জালাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,বিশিষ্ট সমাজ সেবক আঃ হাই মোল্লা, প্রধান শিক্ষক এম এ ফারুক মিয়া, প্রমূখ। প্রধান অতিথি বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন প্রযুক্তিকে ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশ তথা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে সোনার বাংলা বিনির্মানে সবাইকে এগিয়ে আসতে হবে।উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। শেষে রেডিও টেলিভিশনের শিল্পীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া তিনি পাশ্ববর্তি নূরহাজাহান হাবিব বালিকা বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

আরও পড়ুন...

নওগাঁয় এন আর বি সি ব্যাংকের ২২ তম শাখার শুভ উদ্বোধন!!

এনবিএনডেক্স: নওগাঁয় এন আর বি সি ব্যাংক (এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) এর ২২ তম শাখা …