19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যূ

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যূ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে আগুন নিয়ে খেলতে গিয়ে এক আদিবাসী কৃষি শ্রমিকের শিশু কন্যার আগুনে পুড়ে মর্মানিত্মক মৃত্যু হয়েছে। এই মর্মানিত্মক ঘটনাটি ঘটেছে উপজেলার লালুয়ামাঝিড়া গ্রামে। জানা গেছে, মাধাইনগর গ্রামের সয়াম সিং পরিবার-পরিজন নিয়ে ওই গ্রামে আবু মুসার বাড়িতে কৃষি শ্রমিকের কাজ করছিল। গত সোমবার বিকালে শিশু পাখিবালা সিং (৫) গ্রহকর্তার বাড়ির বারান্দায় ঝুপরিতে আরও ২ শিশুর সাথে আগুন নিয়ে খেলছিল। এক পর্যায়ে বারান্দায় রাখা সরিষার ডাটার স’পে আগুন ধরে গেলে শিশু পাখিবালা সরিষার স’পে মাথা ঢুকিয়ে নিজেকে রড়্গা করার চেষ্টা করে। কিন’ আগুনের লেলিহান শিখা সমসত্ম সরিষার স’পে ছড়িয়ে পড়লে শিশটি অগ্নিদগ্ধ হয়ে ঘটনা স’লেই মারা যায়। পরে লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন করে। তার অপর ২ খেলার সাথী অবশ্য আগুন দেখে ভয়ে পালিয়ে বাঁচতে সড়্গম হয়।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …