6 Boishakh 1431 বঙ্গাব্দ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাইডাঙ্গা বিল দখল নিয়ে ভূমিহীন-জোতদারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাইডাঙ্গা বিল দখল নিয়ে ভূমিহীন-জোতদারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের আলোচিত সোনাইডাঙ্গা বিল দখল নিয়ে ভূমিহীন ও জোতদারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস’্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা বিলের খাস জমিতে ভূমিহীন ও জোতদার উভয় পক্ষের লোকজন বিলের জমিতে ধানের চারা ধান লাগাতে আসে। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী সংঘর্ষে ভূমিহীনদের মধ্যে আহতরা হলো- আল আমিন (২৮), রহমত আলী (৩২), ফারুক হোসেন (২৫), মোখলেছুর রহমান (৫৮), জুলমাত আলী (৪০), জুলহাজ আলী (৪৫)। জোতদারদের পক্ষে- নাসির উদ্দিন (২২), সিদ্দিক হোসেন (৪০), নাজমুল হোসেন (২৫), শফিকুল ইসলাম (৩৫), ওমর ফারুক (২৫), মাহমুদুল আলম (২৮), সবুজ সেখ (১৬)। উল্লেখ্য সোনাইডাঙ্গা বিলের খাস জমির দখল নিতে দীর্ঘদিন ধরে জোতদার ও ভূমিহীনদের মাঝে মামলা চলে আসছিল। বিভিন্ন সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে স’ানীয় প্রশাসন ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার জাতীয় সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার একাধিকবার বৈঠক করা হলে বিষয়টি অমীমাংসিত রয়ে যায়। যার কারণে প্রতি বছর ধানের চারা রোপণ ও ধান কাটার সময় জোতদার-ভূমিহীন সংঘর্ষের রূপ নেয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস’লে পুলিশ পাঠানো হয় এবং ঘটনাস’লে পুলিশ মোতায়েন রয়েছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, সোনাইডাঙ্গা বিল নিয়ে আদালতে মামলা থাকায় এবং মাননীয় সংসদ সদস্য বিষয়টি নিয়ে বসতে চাওয়ায় উভয় পক্ষকেই ধান না লাগানোর জন্য বলা হয়েছিল। তারপরেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …