1 Joishtho 1431 বঙ্গাব্দ বুধবার ১৫ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সিলেট / আজমিরীগঞ্জ কাকাইলছেওয়ের উপস্বাস্থ্য কেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত

আজমিরীগঞ্জ কাকাইলছেওয়ের উপস্বাস্থ্য কেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত। এ কারণে সঠিক সেবা প্রদান ব্যাহত হচ্ছে। রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। শুধু নামেই উপস্বাস্থ্য কেন্দ্র। ডাক্তার নেই,ফার্মাসিষ্ট নেই, কম্পাউন্ডার নেই এবং নেই কোন বয়। এতে শুধু নেই আর নেই । আছে শুধু একজন প্যারামেডিক ডাক্তার। এ দিয়ে চলছে কাকাইলছেও উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম। প্রতিদিন বিভিন্ন গ্রাম থেকে গরীব রোগীরা আসেন, নামমাত্র ঔষধ নিয়েই যান শুধু। এমবিবিএস ডাক্তার না থাকার কারণে চিকিৎসা ব্যবস্থা ও অন্যান্য উপস্বাস্থ্য কেন্দ্রের চেয়ে পিছিয়ে রয়েছে উক্ত উপস্বাস্থ্য কেন্দ্রটি। এই উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার আসলেও রহস্যজনক কারণে বদলি হয়ে অন্যত্র চলে যান। এমনকি ভবনটির নির্মাণ কাজে ত্রুটি থাকায় শুরু থেকেই জানালার গ্লাসগুলো ভেঙ্গে পড়ে যাচ্ছে। পড়ে আছে অবহেলায়। এ যেন দেখার কেউ নেই।

আরও পড়ুন...

হবিগঞ্জে র‌্যাবের ক্রসফায়ারে ডাকাত সর্দারের মৃত্যু

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মাহসড়কের হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর রেলগেটের কাছে সোমবার ভোর রাতে র‌্যাবের …