15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / প্রশাসনের হস্তক্ষেপে জিয়ানগরে খেয়া ঘাট মাঝিদের দৌরাত্ম বন্ধ

প্রশাসনের হস্তক্ষেপে জিয়ানগরে খেয়া ঘাট মাঝিদের দৌরাত্ম বন্ধ

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে প্রশাসনের হস্তক্ষেপে খেয়াঘাটের মাঝিদের দৌরাত্ম বন্ধ হয়েছে। উপজেলার বলেশ্বর নদীর খেয়া পারাপারে মাঝিরা ইচ্ছাকৃত ভাবে জ্বালানী তেলের দাম বৃদ্ধির অযুহাতে জনপ্রতি ৩ টাকার পরিবর্তে ৫টাকা করে নেয়ায় যাত্রীরা চরম হয়রানীর শিকার হয়। এবং একজন যাত্রী রিজার্ভ পার হলে ছোট নদীটিতে ৫০ টাকা দিতে হয়। এ অবস্থা চলতে থাকলে ভুক্তভোগী যাত্রীদের অভিযোগে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন এর নের্তৃত্বে মাঝিদের সাথে পত্তাশী ইউনিয়ন পরিষদ কার্যালয় এক বৈঠক হয়। বৈঠকে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ খালেক গাজী, থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাহাঙ্গির হোসেন, পত্তাশী ইউপি চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার সহ গন্যমান্য ব্যক্তিদের উপসি’তিতে ৩ টাকা করে জনপ্রতি পারাপারের ভাড়া নির্ধারিত হয়। এবং রিজার্ভ ৩০ টাকা ভাড়া সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …