6 Boishakh 1431 বঙ্গাব্দ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সিলেট / আজমিরীগঞ্জ উপজেলা আ’লীগের মধ্যে চরম কুন্দল বিরাজ করছে

আজমিরীগঞ্জ উপজেলা আ’লীগের মধ্যে চরম কুন্দল বিরাজ করছে

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মধ্যে চরম কুন্দল বিরাজ করছে। দুটো গ্রুপে বিভিক্ত হয়ে পড়েছে স’ানীয় আওয়ামীলীগ। এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আ’লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভুইয়া। অন্য গ্রুপের নেতৃত্ব নিচ্ছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. আতর আলী। জানা যায়,আজমিরীগঞ্জ আ’লীগের সাংঘঠনিক দূর্বলতা প্রকট। প্রায় ৭/৮ বছর ধরে কাউন্সিল হচ্ছে না। যদিও ৩বছর অন-র কাউিন্িসল হওয়ার কথা। এনিয়ে নেতা কর্মীদের মধ্যে যথেষ্ট ক্ষোভ বিরাজ করছে। মাসে একবার আ’লীগের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়না। জাতীয় কয়েকটি দিবস ঠিকমত পালন হতে দেখা যায়না। শুধু একুশে ফ্রেব্রুয়ারী জাতীয় শোক দিবসে ফুল দেয়া ছাড়া তেমন কোন কাজ নেই। বেশীর ভাগ নেতাকর্মীরা বিভিন্ন ধান্দায় ব্যস- থাকেন। হরতাল বিপরীতে কোন কমসূচী পরিলক্ষিত হয় না। সম্পতি আজমিরীগঞ্জ বাজারে একটি খাস জমি দখল নিয়ে উভপক্ষ মহড়া দেয় আজমিরীগঞ্জ বাজারে। সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি এক হয়ে একটি গ্রুপ খাস জায়গা জবর দখল করতে গেলে সভাপতির পক্ষ বাধা প্রদান করে। অসমর্থিত খবরে জানা যায়,সভাপতির ভাইস-া থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তুফায়েল ভূইয়া বাধা প্রদান করলে তেরে আসে অন্য গ্রুপের নেতাকর্মীরা। প্রতিশোধ হিসাবে কয়েকদিন পর সভাপতি গ্রুপ দলবল নিয়ে মোকাবেলা করতে গেলে আজমিরীগঞ্জ বাজারে উঠতে পারেনি সভাপতির গ্রুপটি। এলাকাবাসী ও মুরুব্বী এবং পুলিশের তড়িৎ পদেক্ষেপে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পায় উভয় পক্ষ। তবে সাধারণ সম্পাদকের লোকজন বাজারে প্রায় প্রত্যেকটি ঘরে খুজতে থাকে সভাপতির সমর্থকদের। বিষয়টি এমপি মজিদ খানের কানে গেলে তিনিও উভয়পক্ষকে সংযত হওয়ার কথা বললেও বর্তমানে চলছে রেসারেসি। উভয়পক্ষকে এক টেবিলে আনা যাচ্ছেনা। জেলা পর্যায়ে দৌড়ঝাপ করছেন এক পক্ষ অন্য পক্ষকে কোনঠাসা করার জন্য #

আরও পড়ুন...

দীর্ঘ একবছরে পাকা হয়নি আজমিরীগঞ্জ-কাকাইলছেও রাস্তাটি ॥ দূর্ভোগ পোহাচ্ছে ভাটি অঞ্চলের হাজারো মানুষ

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: আজমিরীগঞ্জ-কাকাইলছেও রাস্তাটি দীর্ঘ এক বছরে পরিপূর্ণভাবে পাকা হয়নি। খানাখন্দে পরিণত রাস্তাটি সামান্য …