20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / প্রশাসনের ভূমিকা রহস্যজনক নওগাঁর পোরশায় রাস্তার গাছ উদ্ধারের ১সপ্তাহ পরেও মামলা হয়নি

প্রশাসনের ভূমিকা রহস্যজনক নওগাঁর পোরশায় রাস্তার গাছ উদ্ধারের ১সপ্তাহ পরেও মামলা হয়নি

এনবিএন ডেক্স: নওগাঁর পোরশায় গত সপ্তাহ আগে একটি বাড়ি থেকে থানা পুলিশ রাস্তার গাছ উদ্ধার করলেও এখন পর্যন- কাউকে আটক বা কোন মামলা করা হয় নি। এ নিয়ে জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন।
জানা যায় উপজেলার সহড়ন্দ গ্রামের ছামেত আলীর পুত্র সামছুল ও একই গ্রামের একাব্বরের পুত্র আয়নাল উপজেলার দয়াহার ঈদগাহ রাস্তার রোপনকৃত প্রায় ৪০বছর বয়সের ২টি শিশুগাছ গত ৩০শে আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে কেটে কিছু অংশ বাড়িতে রাখে ও বাঁকিটা বিক্রি করে।
গ্রামবাসী জানতে পেরে ঈদের দিন প্রথমে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ) এর সহকারী প্রকৌশলীকে মোবাইলে জানালে তিনি ঈদের ছুটিতে আছেন এবং ছুটি শেষে অফিসে এলে বিষয়টি দেখবেন বলে জানান। গ্রামবাসী তাৎক্ষনিক গাছ সহ চোরদের ধরিয়ে দেয়ার জন্য ঐ দিনই পোরশা থানার ওসিকে বললে তিনি থানার এএসআই ফরিদকে পরদিন বৃহস্পতিবার বিকালে ঘটনাস’লে পাঠালে শুধুমাত্র সামছুলের বাড়ি থেকে গাছের ৪অংশ উদ্ধার করলেও রহস্য জনকভাবে মামলা বা চোরকে আটক করেনি।
এদিকে গাছ আটকের ১সপ্তাহ পার হলেও থানায় কোন মামলা না হওয়ায় জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। অন্যদিকে ঐ এলাকার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ বলেছেন, যেহেতু গাছগুলি একজনের বাড়ি থেকে পাওয়া গেছে, সেহেতু গাছ চোর যেই হোক না কেন তাদের শাসি- হওয়া আবশ্যক ।
এ ব্যাপারে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ) এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলামের সাথে কথা বললে তিনি মামলা করতে নারাজ হয়ে বলেন, যেহেতু আমি গাছগুলি দেখিনি বা আটক করিনি, করেছে পুলিশ সেহেতু তারাই মামলা করতে পারে।
তবে এ ব্যাপারে পোরশা থানার ওসি এবিএম রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গাছগুলি আটক করে থানায় রাখা হয়েছে কিন’ কোন মামলা হয়নি।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …