15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / নওগাঁর সাপাহারে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীনের ইনেত্মকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সমপূর্ণ

নওগাঁর সাপাহারে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীনের ইনেত্মকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সমপূর্ণ

এনবিএন ডেক্স: নওগাঁর সাপাহার উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দীন আহম্মেদ (৫৮) গতকাল বুধবার রাত সাড়ে ১০ টায় উচ্চ রক্তচাপ জনিত কারনে হৃদ  যন্ত্রেও ক্রিয়া বন্ধ হয়ে সাপাহার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে, ইন্না… রাজেউন, মৃত্যু কালে তিনি দুই স্ত্রী, দু-পুত্র ও চার কন্যা সনত্মান সহ অসংখ্য গুনগ্রাহী ও সহযোদ্ধাদের রেখে গেছেন । প্রায়ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীনের নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পরদিন সকাল সাড়ে ১১টায় উপজেলার ধর্মপুর তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ধর্মপুর দাখিল মাদরাসা মাঠে সর্বস’রের জন সাধারনের উপসি’তিতে সাপাহার উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রায়ত বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রোদ্ধা জানিয়ে গার্ড আফ অনার প্রদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌখস দল ,এ সময় বিউগলে করুন সুর বাজতে থাকে ও এক মিনিট নিরবতা পালন করা হয় । রাষ্ট্রীয় সকল আনুষ্টানিকতা শেষে তার পারিবারিক কবর স’ানে লাশ সমাহিত করা হয় । বীর মুক্তি যোদ্ধা আফতাব উদ্দীনের নামাজে জানাযায় উপসি’ত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রশিদুল মান্নাফ কবির,থানা পলিশের অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল্লাহ-আল মাছউদ চৌধুরী, সাপাহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ওমর আলী, ডেপুটি কমান্ডার আব্দুল লতিফ খান, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম, সাপাহার প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সর্বজন শ্রোদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব) সাবেক কমানডার আব্দুর রাজ্জাক, তিলনা ইউপির সাবেক চেয়ার ম্যান ও আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা ও দলিল লেখক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক নুরুল হোদা, সাংগঠনিক সম্পাদক খোন্দকার হাবিবুর রহমান,সহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ,রাজনৈতিক নেতা, সমাজ সেবী ,সাংবাদিকগনওবিভিন্ন পেশা জীবিগন ওইনামাজে জানাজায় শরিক হয়।#

আরও পড়ুন...

নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!

এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …