মঠবাড়িয়ায় একগৃহবধুকে শ্লীলতাহানীর চেষ্টার ঘটনায় স’ানীয় থানায় মামলা দেয়ায় মামলার বাদী ওই গৃহবধুকে প্রাণ নাশের হুমকী দিয়ে আসামী ও তার আত্মীয় স্বজনরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ ব্যাপারে ওই গৃহবধু অব্যহত হুমকীতে তিনি ও তার পুত্রের নিরাপত্তা চেয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। থানায় জিডি ও সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে জানাযায় উপজেলার দূর্গাপুর গ্রামের সৌদি প্রাবাসী মোঃ মোশারফ হোসেনের স্ত্রী এক সন-ানের জননী মোসাঃ ফিরোজা বেগম (৩০)কে একই গ্রামের হানিফ গাজীর পুত্র শাকিল(২৬) প্রায়ই উত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে গত ৩ অক্টোবর ২০১১ ইং তারিখ সকালে ওই গৃহবধুর পুত্র ৫ম শ্রেনীর ছাত্র রনি স্কুলে গেলে ওৎ পেতে থাকা শাকিল ঘরে ঢুকে গৃহবধুর শ্লীলতাহানীর চেষ্টা করে। এ ব্যাপারে গৃহবধু ফিরোজা বেগম শাকিলকে আসামী করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ শাকিলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আদালত ওই মামলায় শাকিলের জামিন নামঞ্জুর করলে তাকে পিরোজপুর জেল হাজতে প্রেরন করে। শাকিল জেল হাজতে যাওয়ার পর তার বাবা হানিফ গাজী, মামা মিরাজ ও বাদশা তাকে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করলে ওই গৃহবধু মঠবাড়িয়ায় একটি সাধারণ ডায়েরী করেন (জিডি নং ১৩৪০/১১ তারিখ ২৮/১১/১১)। এদিকে গৃহবধু ফিরোজা বেগম গতকাল শনিবার সকালে স’ানীয় সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেন, মামলার আসামী শাকিল গাজী সমপ্রতি জামিনে ছাড়া পেয়ে ওই গৃহবধুর বাবার বাড়ী টিয়ারখালীতে গিয়ে প্রকাশ্যে বসত ভিটা হতে উচ্ছেদসহ তার ও তার পুত্র স্কুল ছাত্র রনিকে প্রাণ নাশের হুমকী দেয়। অব্যহত হুমকীতে তার গোটা পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ওই গৃহবধু আরো অভিযোগ করেন, আসামী পক্ষ প্রভাবশালী হওয়ায় মামলাটি ভিন্ন খাতে নেওয়ার পায়তারা চালাচ্ছে। নারী শিশু নির্যাতন মামলার তদন-কারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই ফারুক হোসেন জানান, মামলার বাদী ওই গৃহবধুকে হুমকী দেওয়ায় মঠবাড়িয়া থানায় একটি জিডি করা হয়েছে স্বীকার করে বলেন, এ বিষয় তদন- করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস’া নেওয়া হচ্ছে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …