15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অসাধু উপায় অবলম্বেনে অভিভাবক মহল উদ্বিগ্ন

মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অসাধু উপায় অবলম্বেনে অভিভাবক মহল উদ্বিগ্ন

কোমলমতি শিশুদের মেধার উন্নয়ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাগ্রহন একটি শুভ উদ্যোগ। নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন শিক্ষকদের তত্ত্বাবধানে পরীক্ষায় অংশ গ্রহন করে শিশুদের অভিজ্ঞতার অর্জনকে অভিভাবক মহলও সাদরে গ্রহন করেছিল। কিন’ সদ্য সমাপ্ত প্রাথমিক শিক্ষা সমপানী পরীক্ষায় উপজেলার কয়েকটি পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের অসাধু উপায় অবলম্বনের খবরে অভিভাবক মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অসাধু শিক্ষকদের খারাপ কাজের প্রভাব প্রিয় সন-ানদের উপয় পড়ার আশংকা অভিভাবক মহলের। পরীক্ষা শুরুর প্রথম দিন গত ২৩ নভেম্বর বুধবার উপজেলার জরিপেরচড় মুক্তিযোদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের (এক) প্রধান শিক্ষক সুকুমার রায় জরিপেরচড় মুক্তিযোদ্ধা প্রাথমিক (দুই) থেকে একজন ভূয়া পরীক্ষার্থীর সুনিদিষ্ট নাম ঠিকানা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন- করে ব্যবস’া গ্রহনের নির্দেশ দেন। কিন’ ভূয়া পরীক্ষার্থী অভিযোগ তদনে- উপজেলা শিক্ষা অফিস কোন উদ্দ্যোগ না নেয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরীক্ষার ৪র্থ দিন সোমবার এ প্রতিনিধিসহ স’ানীয় কয়েকজন সাংবাদিক বেতমোর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে অভিযোগের সত্যতা পায়। জরিপেরচর মুক্তিযোদ্ধা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের (দুই) পরীক্ষার্থী লুসিয়া, রোল নং ২২৩৮, পিতা কবীর হোসেন, মাতা রানী বেগম, সাং- দক্ষিন মিঠাখালীর পরীবর্তে জরিপেরচরের মৃতঃ অঃ রশিদের বিবাহীতা মেয়ে সোনিয়া পরীক্ষায় অংশ গ্রহন করেন। শেষ পর্যন- সাংবাদিকদের চাপের মুখে কর্তৃপক্ষ সনিয়ার পরীক্ষায় বন্ধ করতে বাধ্য হয়।  সোনিয়া ও তার নানী সরভানু লুসিয়া নামে পরীক্ষা দেয়ার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে পরীক্ষা দিতে বাধ্য করেছে বলে কর্তৃপক্ষের নিকট লিখিত দেয়। এ ছাড়াও বিভিন্ন বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীর নাম পরিবর্তণ করে শিক্ষা সমাপনী পরীক্ষা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বেতমোর গ্রামের অভিভাবক মোঃ শহিদুল ইসলাম জানান, আমরা আমাদের সন-ানদের বিদ্যালয় পাঠাই সু-শক্ষার জন্য। যে শিক্ষকরা সু-শক্ষার পরিবর্তে কু-শক্ষা দেয় তাদের শিক্ষকতা করা উচিত না। তিনি স্কুলে সু-শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানাই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুল হক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, জরিপেরচর মুক্তিযোদ্ধা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের (দুই) প্রধান শিক্ষককে আমরা ভুয়া পরীক্ষার্থীর কারনে শোকজ নোটিশ দেব। তার জবাবের পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস’া গ্রহন করা হবে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …