এনবিএন ডেক্স: নওগাঁয় এক অসহায় মুক্তিযোদ্ধা মানবেতর জীবন-যাপন করছে বলে জানা গেছে। জেলার মান্দা থানার বর্দ্দপুর গ্রামের মৃত ইছব আলীর ছেলে মোঃ নাসির উদ্দিন (৬২) বিগত মুক্তিযুদ্ধের সময় বীরদর্পে যুদ্ধ করে বর্তমানে নিঃস্ব অবস’ায় জীবন-যাপন করছে। ঐ বীর মুক্তিযোদ্ধার মুক্তি বার্তা নং- ০৩০৫০৬০০৭৬, গেজেট নং- ২২৯৫। এলাকার বর্দ্দপুর মৌজার খতিয়ান নং-০১, দাগ নং- ১৩১০,১২৮৬ একখন্ড খাস সম্পত্তির জন্য প্রশাসনের কাছে বারবার আকুল আবেদন করেও কোন লাভ হয়নি। বয়সের ভারে এই বীর মুক্তিযোদ্ধা লাঠি ধরে চলাফেরা করলেও প্রশাসনের টনক নড়ছে। উক্ত মুক্তিযোদ্ধা তার নিজ মৌজার এক একর খাস সম্পত্তির জন্য ভূমি মন্ত্রীর বরাবরে আবেদন করলে মন্ত্রী মহোদয় জেলা প্রশাসকের বরাবরে প্রয়োজনীয় ব্যবস’া নেয়ার জন্য চিঠি প্রেরণ করেন। কিন’ দুঃখের বিষয় ঐ আবেদনকৃত খাস সম্পত্তি আদালত কর্তৃক রায়ে দেখা যায় ইতিপূর্বে ঐ গ্রামের জনৈক মোস্তাফিজুরের নামে ১৯৬৬/৬৭ সালে নিজ দেয়া হয়েছে। কিন’ সরেজমিনে গিয়ে দেখা যায় মোস্তাফিজুর নামে কোন ব্যক্তি ঐ গ্রামে নাই। আবার সহকারী কমিশনার (ভূমি) মান্দার প্রতিবেদনে দেখা যায় ঐ একই জমি আজিজুর রহমান (সামরিক বাহিনীর সদস্য) নামে ১৯৬৬/৬৭ সালে নিজ দেয়া হয়েছে। কিন’ উক্ত আজিজুর রহমান নিজ দেয়ার সময়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানে সেনাবাহিনীতে চাকুরীরত ছিল। পরে ১৯৭৩ সালে বন্দী সেনা বিনিময়ের সময় তিনি বাংলাদেশে আসেন। তার অনুপসি’তে কিভাবে ঐ জমি তার নামে নিজ হলো এ নিয়ে প্রশাসন মহল বিতর্কিত হয়ে পরেছে। অপরদিকে ঐ সম্পত্তি ৩য় পক্ষইজবর আলী প্রভাব খাটিয়ে বর্তমানে ভোগ দখল করছে। অসহায় মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন এক খন্ড জমি লিজ নেয়ার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ধর্না দিয়েও কোন লাভ হচ্ছে না। বরং ঐ সম্পত্তি তার নামে রেজিষ্টারী করে দেয়ার নামে মান্দা উপজেলার আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক মোল্লা নামীয় এক লোক মারফত ১৫,০০০/- টাকা হাতিয়ে নিয়েছে বলে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন এ প্রতিবেদকের কাছে কান্নাজড়িত কন্ঠে অভিযোগ করেন। সংশ্লিষ্ট বিষয়ে মান্দা উপজেলার আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক মোল্লার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি ঘটনায় সত্যতা স্বীকার করেন এবং মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনকে ঐ সম্পত্তি বরাদ্দ দেবেন বলে অঙ্গীকার করেন। কিন’ দীর্ঘদিন হলেও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কে জমি না দিয়ে টাল বাহানা শুরু করেছেন। বর্তমানে এই বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বয়সের ভারে বিভিন্ন রোগে ভুগচ্ছেন অপর দিকে তার অসুস’্য স্ত্রীর চিকিৎসার অর্থের জন্য বহু কষ্টে জীবন-যাপন করছেন। বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ঐ এক খন্ড খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …