24 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুর আবাসন প্রকল্পের সমবায় সমিতি’র নির্বাচন

নওগাঁর মহাদেবপুর আবাসন প্রকল্পের সমবায় সমিতি’র নির্বাচন

এনবিএন ডেক্স: গত বৃহস্পতিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের চকহরিবল্লভ আবাসন প্রকল্পের সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন- একটানা ভোট গ্রহণ করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হীরেন্দ্রনাথ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সেখানে বসবাসকারী ৬৭৫ জনের মধ্যে ৫০৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে শামীম উদ্দিন বাচ্চু ২১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফারুক হোসেন পান ১৭৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মোস-ফা কামাল ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি খাইরুল ইসলাম পান ১৭৫ ভোট এবং সহ-সভাপতি পদে মমতাজ মন্ডল ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আবু সাঈদ পান ১৮৫ ভোট। বাকী ৯ টি পদ মনোনয়নের ভিত্তিতে পূরণ করা হবে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …