এনবিএন ডেক্স: নওগাঁ জেলা ও দায়রা জজ মো: মহাতাব উদ্দীনের বিরুদ্ধে খারাপ আচরন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বৃহস্পতিবার সকাল থেকে আকষ্মিক ধর্মঘট শুরু করে অব শেষে সমঝোতা হলে ৩ ঘন্টা পর ধর্মঘট তুলে নিয়েছে জজ কোর্ট কর্মচারী সমিতি। এতে ৩ ঘন্টা কোর্টের সকল কার্যক্রম বন্ধ ছিল।
সমিতির সভাপতি (ষ্ট্যানোগ্রাফার) রেজানূর রহমান ধর্মঘট তুলে নেয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল থেকে তারা আকষ্মিক ভাবে ধর্মঘট শুরু করলে জেলা ও দায়রা জজ মো: মহাতাব উদ্দীন সমিতির নেতৃবৃন্দদের নিয়ে বৈঠকে বসেন। এসময় কর্মচারী সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বেলাল উপসি’ত ছিলেন। ওই বৈঠকে কর্মচারীদের সকল প্রকার আপত্তি উপস’াপন করা হয়। নওগাঁ জেলা বার এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বেলাল জানান, বৈঠকে জেলা জজ ও কর্মচারীদের সমঝোতা হলে বিকেল আড়াইটা থেকে কোর্টের সকল কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য, জেলা ও দায়রা জজের বিরুদ্ধে খারাপ আচরন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে এবং কর্মচারী লাঞ্ছিতের প্রতিকার চেয়ে বৃহস্পতিবার সকাল থেকে আকষ্মিক ধর্মঘট শুরু করে জজ কোর্ট কর্মচারী সমিতি। তারা সবগুলো এজলাস তালা বদ্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচী পালন শুরু করে। ধর্মঘটি কর্মচারীরা অভিযোগ করে বলেন, জেলা ও দায়রা জজ মহাতাব উদ্দীন দায়িত্ব গ্রহনের পর থেকে আদালতে কর্মরত বিভিন্ন শ্রেনীর কর্মচারীদের সাথে প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালিগালাজসহ খারাপ আচরন করেন। এ ছাড়া অফিসিয়াল ডিউটির পর তাঁর বাসায় কাজ করতে বাধ্য করান। স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তারা বলেন, কর্মচারীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। কর্মচারীদের শ্রানি- বিনোদন ভাতা প্রাপ্ত হবার পরও জেলা জজ তা সহজে অনুমোদন করছেন না। জিপিএফ ফান্ড থেকে কর্মচারীরা ঋণ সুবিধা নিতে চাইলে তা সহজে পাস হচ্ছেনা। এ ছাড়া কোর্টে কর্মরত প্রসেস সার্ভারদের চাপ প্রয়োগ করে তাঁর বাসার কাজ করে নিচ্ছেন। জজ কোর্টের অপর এক কর্মচারী আজিজুল ইসলাম জানান, সমপ্রতি সঠিক সময়ে অফিসে না আসতে পারায় ফিরোজ কবির নামে এক জারিকারককে লাথি মেড়ে লাঞ্ছিত করায় কর্মচারীরা প্রতিবাদী হয়ে ওঠে।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …