এনবিএন ডেক্স: রাস্তার পাড়ে ঘন ঘন দুর্ঘটনায় প্রাণহানি। স্বপ্নে মন্দির স্থাপনের আদেশ। রাস্তার মোড়ে গাছের নিচে রাতারাতি মন্দির স’াপন করে পূঁজা অর্চনা এবং মেলার আয়োজন। এমনই একটি ব্যতিক্রম ঘটনা সংগঠিত হয়েছে নওগাঁর পত্নীতলায়। সরজমিনে অনুসন্ধ্যানে জানা গেছে, নওগাঁ-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর ভুঁইয়া পাড়া মোড়ে রাস্তার উভয় পাশে একটি আম গাছ ও একটি পাইকড় গাছ রাস্তার কোল ঘেঁষে অবসি’ত। এই দুইটি গাছের মাঝামাঝি স্থানে প্রায়ই দুর্ঘটনা সংগঠিত হয়ে প্রাণহানির মতো ঘটনা ঘটে থাকে। সর্বশেষ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে গত ৪অক্টোবর তারিখে সন্ধ্যা ৬টায়। বর্ণিত সময়ে সাপাহার উপজেলার মালিপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আব্দুল জব্বার (৪২)কে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস’লেই তিনি প্রাণ হারান। নিহত জব্বারকে নিয়ে জনৈক মোটরসাইকেল আরোহী নওগাঁ থেকে নজিপুর আসার পথে উল্লেখিত স’ানে পৌঁছলে সে মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় নজিপুর থেকে নওগাঁগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস’লেই তার মৃত্যু হয়। এছাড়াও গত কয়েক বছরে উল্লেখিত স’ানে সড়ক দুর্ঘটনায় ১০-১২টি প্রাণ হানির ঘটনা সংগঠিত হয়েছে বলে স’ানীয়রা জানান। এক্ষেত্রে তারা রাস্তার পাশে থাকা গাছগুলোকে দায়ী করেন। গাছগুলো রাস্তা সংলগ্ন হওয়ায় পাশাপাশি সাইড দিতে গিয়ে যাত্রীরা দুর্ঘটনার শিকার হন। এ বিষয়ে দৈনিক ডেসটিনিসহ আরো কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রপত্রিকায় গাছ না মরণ ফাঁদ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। রোববার ২৭ নভেম্বর সকালে উল্লেখিত মোড়ে পাইকড় গাছের নিচে চোখে পড়ে ছোট্র একটি মন্দির। যার ভিতরে কালি মূর্তি। চারিদিকে বাঁশের বেড়া দিয়ে ঘেরা। রাস্তায় দাঁড়িয়ে থাকা পার্বতীপুর গ্রামের রনজিত (৩৬) কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, এই মোড়ে দুর্ঘটনায় প্রতিবছর এক বা একাধিক মানুষ মারা যায়। কয়েকদিন আগে তাদের গ্রামের সুজিত স্বপ্নে দেখেছে এই গাছে দেবতা আছে। ৭দিনের মধ্যে পূঁজা দিতে হবে। নইলে বড় ধরনের ক্ষতি হবে। তাই গ্রামবাসী সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পাবার জন্য রাতে র্পুঁজা দিয়েছেন। আজ বিকেলে এখানে মেলা বসবে। এরপর বিকেলে বসে জমজমাট মেলা। সরজমিনে অনুসন্ধ্যানে আরো জানা গেছে শুধু পার্বতীপুর মোড়েই নয় উপজেলার অন্য স্থানেও দুর্ঘটনার কারণে পূঁজা অর্চনা ও মিলাদ মাহফিল আয়োজনের ঘটনা সংগঠিত হয়েছে। প্রায় ১বছর পূর্বে উপজেলার নজিপুর পৌর এলাকার পত্নীতলা-নওগাঁ সড়কের কাল্লাকাটি নামক স্থানে ঘন ঘন দুর্ঘটনার কারণে এলাকাবাসী একই দিনে পূঁজা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছিলেন। সর্বশেষ পার্বতীপুর মোড়ে দুর্ঘটনা থেকে রক্ষা পাবার জন্য মন্দির স্থাপন ও পুঁজা অর্চনার ঘটনায় এলাকায় বেশ সাড়া জাগিয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …