এনবিএন ডেক্স: নওগাঁর মান্দা উপজেলার কয়লাবাড়ি গ্রামের দুর্গামন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। হিন্দু সমপ্রদায়ের সামাজিক বিরোধকে কেন্দ্র করে প্রতিমাটি ভাংচুর করা হয়েছে বলে মন্দির কমিটি দাবি করেছে। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত কাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে মন্দিরে লক্ষ্মি প্রতিমার মাথা, দুর্গার মাথাসহ চারটি হাত, ওসুরের হাতসহ মাথা ও সর্প প্রতিমা ভেঙ্গে দেয়া হয়েছে। মন্দির কমিটির সভাপতি সুদের চন্দ্র প্রাং জানান, রাতের অন্ধকারে প্রতিমাটি ভাংচুর করা হয়। তিনি দাবি করেন, প্রতিবেশী ব্রজমোহনের মেয়ে রিপা রাণীর বিয়েকে কেন্দ্র করে সামাজিক বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে ব্রজমোহন হালদার পৃথকভাবে সামাজিক কাজ কর্ম করে যাচ্ছেন। শত্রুতা বশত তারাই প্রতিমাটি ভাংচুর করতে পারে বলে তার ধারনা। মন্দিরের সভাপতি আরো দাবি করেন, অর্থের অভাবে নতুন করে প্রতিমা তৈরি করা তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। এ কারণে পূঁজা নিয়েও তারা অনিশ্চয়তায় পড়েছে বলে জানান। এদিকে প্রতিমা ভাংচুরের ঘটনায় থানায় ডাইরি করা হলে মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার শরীফ উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহের বাকী ঘটনাস’ল পরিদর্শন করেছেন। উপজেলা চেয়ারম্যান ড. ইকরামুল বারী টিপু ঘটনাস’ল পরিদর্শন করে পুনরায় প্রতিমা তৈরি ও মন্দির সুরক্ষার জন্য কমিটিকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …