সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ২৯ ভরি স্বর্ণালংকারসহ শাহাদত হোসেন (২৮) নামে এক চোরকে আটক করেছে ডিবি পুলিশ। সে শহরের জানপুর মহল্লার আব্দুল মজিদের ছেলে।
মামলার তদন- কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক খাদেমুল হক জানান, ২৬ অক্টোবর সিরাজগঞ্জ শহরের ২নং খলিফাপট্রির ডাঃ হারুনর রশিদের বাসার ভাড়াটিয়া ওয়ারেছ খানের আলমিরা থেকে ২৯ ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় ১ নভেম্বর অজ্ঞাতনামা আসামী দিয়ে ওয়ারেছ খান থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস-ান-র করা হয়। মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে সনাক্ত করার পর চোর শাহাদত হোসেনকে গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ডিবি পুলিশের একটি দল আজ বুধবার ভোরে বগুড়ার শেরপুর উপজেলার জামালপুর গ্রামে শাহাদত হোসেনের নানার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি প্লাষ্টিকের কোটায় ভরে পায়খানার স্লাবের ভিতর লুকিয়ে রাখা অবস’ায় স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।
সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে উদ্ধারকৃত স্বর্নালংকারসহ চোর শাহাদত হোসেনকে হাজির করা হলে সে সাংবাদিকদের সামনে চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, গভীর রাতে জানালার গ্রীল কেটে শাহাদত ওই বাড়িতে ঢুকেছিল। মোবাইল চুরির পর বাড়ির মালিকের স্ত্রীর ব্যাগ থেকে চাবি নিয়ে আলমিরায় থাকা ২৯ ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল চুরি করে আত্বগোপন করেছিল।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …