এনবিএন ডেক্স: রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান বলেছেন, দলমত নির্বিশেষে জনস্বার্থে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলি সকলকে গ্রহন করতে হবে। অনগ্রসর কুশিক্ষা দারিদ্রতা সমাজের মানুষকে মুক্তি দিতে হলে ই-সোসাইটি গড়ে তুলতে হবে। সরকার বাংলাদেশকে ক্ষুধা দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল বুধবার নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে দিনব্যাপী জেলা ই-সেবা বিষয়ে সিটিজেন ওরিয়েন্টশান কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। নওগাঁর জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান শাহ, পারইল ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,বিশিষ্ট ব্যক্তিবর্গ,ইউপি সচিব ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাবৃন্দ ও জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ ৭ শতাধিক নারী-পুরুষ উপসি’ত ছিলেন।#
Home / প্রতিবেদন / কুশিক্ষা দারিদ্রতা সমাজের মানুষকে মুক্তি দিতে হলে ই-সোসাইটি গড়ে তুলতে হবে। —–রাজশাহী বিভাগীয় কমিশনার
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …