24 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর পত্নীতলায় ভ্যান চালকের গলিত লাশ উদ্ধার

নওগাঁর পত্নীতলায় ভ্যান চালকের গলিত লাশ উদ্ধার

এনবিএন ডেক্স: নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে বৃষ্টপুর গ্রামের পাশের মাঠে বসনপুরী নামক একটি ঝোপ-ঝাড় থেকে সোমবার সকালে সিতানাথ বর্মন ওরফে সেতু (২৮) নামে এক ব্যক্তি গলিত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সেতু বর্মন বৃষ্টপুর গ্রামের অমল বর্মনের ছেলে। এলাকাবাসীরা জানায়, গত সপ্তাহ খানেক আগে সেতু ও স্ত্রী আদরীর মধ্যে ঝগড়া হয়। তার পর থেকে সে নিখোঁজ ছিল। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ওই ঝোপ-ঝাড়ের পাশের জমিতে কৃষকরা কাজ করতে গিয়ে সেতুর গলিত লাশ দেখতে পায়। কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের জামা কাপড় দেখে পরিবারের লোকজন সেতুকে চিহ্নিত করেছে। পারিবারিক কলহের কারনে সেতু আত্নহত্যা করে থাকতে পারে বলে ধারনা করছেন তিনি।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …