27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / যততত্র ইট ভাটা নওগাঁয় হারিয়ে যাচ্ছে আবাদী জমির উর্বরতা শক্তি

যততত্র ইট ভাটা নওগাঁয় হারিয়ে যাচ্ছে আবাদী জমির উর্বরতা শক্তি

এনবিএন ডেক্স: নওগাঁ জেলার ১১টি উপজেলার আবাদী জমি ও ফসলের মাঠ থেকে টপ সয়েল কেটে নেয়া হচ্ছে। এতে কৃষক ধানের অধিক উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে। এলাকার শত শত একর আবাদযোগ্য ফসলি জমির টপ সয়েল ইট ভাটার মালিকেরা স্বল্প দামে কিনে ট্রাকে ভরে নিয়ে যাচ্ছে। এতে করে ফসলি জমির উর্বরতা কমে যাচ্ছে। যার বিরুপ প্রভাব পড়ছে উৎপাদনমুখী ফসলের ওপর। প্রতি বছর জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জমি আপেক্ষাকৃত নিচু হয়ে যাওয়ায় জলা-বদ্ধতার সৃষ্টি হয়ে বর্ষায় জমিগুলোর আবাদের অযোগ্য হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে বছরের পর বছর চাষাবাদ করার পর ফসলের অবশিষ্ট অংশ পচে এবং সার প্রয়োগের কারনে জমির উপরিভাগে মূল উর্বরা শক্তি বাড়তে থাকে। কিন’ উপরিভাগের মাটি কেটে উঠিয়ে নিয়ে যাওয়ার কারনে জমিতে বিদ্যমান উর্বরতা শক্তি হারিয়ে যাচ্ছে দিন দিন। যা আবার ফিরিয়ে পেতে অনেক সময় লাগে। টপ সয়েলের নিচের অংশে চাষাবাদ করলেও প্রচুর পরিমানে সার প্রয়োগ করেও আবার উর্বর করতে কয়েক বছর সময় লাগে। এ ক্ষেত্রে ৫ থেকে ৭ বছর সময় ব্যয় হয়ে থাকে। প্রতি বছর বর্ষা মৌসুম শেষ হওয়ায় সঙ্গে সঙ্গে ফসলি জমিগুলোর মাটি বিক্রি শুর্ব হয়। প্রায় ৬ মাস ধরে এসব মাটি কেটে ট্রাক, ট্টাক্টরসহ বিভিন্ন মাধ্যমে উঠিয়ে নেয়ার হিড়িক চলে। ট্রাক্টর ড্রাইভার বিপ্লব জানান, আমরা টাকার বিনিময়ে ট্রাক্টর ভাড়া চালায় ভাটা মালিক আমাদের যেখানে যেতে বলবে সেখানেই আমাদের যেতে হবে। জেলার ধামইরহাট উপজেলার উত্তর চকরহমত গ্রামের রমজান আলী জানান, কোন কোন এলাকার জমি উঁচু তাই অনেকেই মাটি বিক্রি করে দেন। একই গ্রামের ইসমাইল হোসেন বলেন, টাকার প্রয়োজনে আমি মাটি বিক্রি করে দিচ্ছি। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক আব্বাস আলী বলেন, মাটির উপরিভাগের ৬-৭ ইঞ্চির মধ্যে উর্বরা শক্তি থাকে। কিন’ দুঃখজনক হলেও সত্য দেড় দুই ফুট গভীরে গিয়ে ফসলের জমি থেকে মাটি নেয়া হলে মাটির উর্বরা শক্তি তো থাকবেই না মাটিকে একেবারে ধ্বংস করা হবে। এসব জমি বেশির ভাগ পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। অথবা চাষাবাদ করার পর অনুর্বব হওয়ার কারণে আশানুরুপ ফলন হয় না। ফলানো ফসল ফ্যাকাসে বিবর্ণ হয়ে যায়। এ ক্ষতি এক দুই বছরে সার দিয়ে কোনো ভাবে পুষিয়ে নেয়ার সুযোগ নেই। যে টুকু মাটি উঠিয়ে নেয়া হচ্ছে ততটুকু পলি মাটি দিয়ে ভরাট করলে হয়তো ওই জমির উর্বরতা ফেরানো যেতে পারে। এ অবস্থায় জমির মালিক ও কৃষককে তাদের জমির ব্যাপারে সচেতন হতে হবে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …