সিরাজগঞ্জ প্রতিনিধি : ভারতীয় চলচ্চিত্র বাজার দখল ও আকাশ সংস্কৃতির কারণে সিরাজগঞ্জের ২২টি সিনেমা হলের মালিক তাদের ব্যবসা নিয়ে পথে বসতে শুরু করেছে। ঋণগ্রস্থ হল মালিকরা এখন হতাশাগ্রস- হয়ে পড়েছে। জানা গেছে, প্রায় ৩ যুগ আগে জেলার ৯টি উপজেলার মধ্যে ৬ উপজেলা সদর সহ বিভিন্ন স’ানে ২২টি সিনেমা হল স’াপিত হয়। এর মধ্যে সিরাজগঞ্জ জেলা শহর ও সদরে গোধুলী, মমতাজ, লক্ষী, মৌসুমী, বিউটি সিনেমা হল, রায়গঞ্জ উপজেলার মুক্তি সিনেমা হল, উল্লাপাড়া উপজেলার প্রিয়তমা সিনেমা হল, শাহজাদপুর উপজেলার গৌরি, মনিহার, বর্ণালী, কাকলী, সোনালী, শাপলা সিনেমা হল, বেলকুচি উপজেলার নিউ রজনী গন্ধা, সাগরিকা, জলসা, রেহেনা, সোহাগ, পল্লী বিলাস ও আখি সিনেমা হল, চৌহালী উপজেলার স্টার ও স্বপ্নপুরী সিনেমা হল। কামারখন্দ, কাজিপুর ও তাড়াশ উপজেলায় কোন সিনেমা হল নাই। সিনেমা হল গুলোতে ৮০’র দশক থেকে ২০০২ সালের শেষ দিক পর্যন- ব্যবসা জমজমাট ছিল। ২০০৩ সালের প্রথম থেকেই এই ব্যবসা ক্রমাগতভাবে ঝিমিয়ে পড়ে। ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশের টিভি চ্যানেল ও ভিসিটি ডিভিডি প্রদর্শন করায় সিনেমা হলে দর্শকদের আগ্রহ হারিয়ে যাওয়ায় এই পরিসি’তির সৃষ্টি হয়। এমনকি গ্রামাঞ্চলেও টিভির পর্দায় অনুরূপ ভারতীয় বিভিন্ন ছবি প্রদর্শিত হওয়ায় সিনেমা হল অভিমুখে দশর্কদের উপসি’ত প্রায় একেবারেই কম। কারণ সম্পর্কে অনেকে বলছেন, দেশীয় চলচ্চিত্রগুলোর মান অনেক ক্ষেত্রেই নিম্নমান ও একই নায়ক নায়িকার একাধিক চলচ্চিত্র বানানোর কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সিনেমা হলগুলোতে ব্যবসা পরিসি’তি এখন ভালো না। অনেক হলে অশ্লীল কাটপিস, ব্লু ফিল্মসহ বিভিন্ন ধরনের অসামাজিক ছবি প্রদর্শন করা হয়। অবশ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে অভিযোগ এনে অনেক সিনেমা হলের মালিকের বিরুদ্ধে সমপ্রতি জেল জরিমানাও করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে এই প্রতিবেদককে জানিয়েছেন। এক সময় এ সব সিনেমা হল থেকে আয়ের একটি অংশ শিক্ষা প্রতিষ্ঠান পেত এমনকি পৌরসভা সহ সরকারী ট্রাক্স আদায় হতো। বর্তমানে হলে ব্যবসা না থাকায় অনেক মালিক সরকারী ট্যাক্স পর্যন্ত বকেয়া রেখে দিচ্ছে। আবার অনেক মালিক সিনেমা হলের ব্যবসা ছেড়ে দেবার চিা করছে। অনেকব মালিক মনে করছেন সিনেমা হলগুলো ভেঙ্গে বহুতলা মার্কেট করলে তাতেই আয় ভাল হবে
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …