এনবিএন ডেক্স: নওগাঁ জেলায় যত্রতত্র ভাবে বিক্রি হচ্ছে সার, ডিজেল ও পেট্রল। এসব কারনে একদিকে যেমন ভেজাল পন্যে ছেয়ে যাচ্ছে বাজার অপর দিকে প্রতারিত হচ্ছে কৃষকরা। এসব ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও নজরদারি নেই জানালেন ক্ষুদ্র সার ডিলাররা। নওগাঁ জেলার কৃষকদের মাঝে নির্ভেজাল কৃষিপন্য সার কৃষকদের দোরগোড়ায় চাহিদা পুরনের জন্য জেলায় ১১টি উপজেলায় ৯৯ ইউনিয়নের ক্ষুদ্র সার ডিলার নিয়োগ দেয়া হয়। এবং প্রতিটি ডিলারের কাছ থেকে ৩০ হাজার টাকা জামানত নিয়ে সু-ব্যাবসার সুযোগ সৃষ্টি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাজারে ডিলার এবং ক্ষুদ্র ডিলার ছাড়া সার বিক্রি করতে পারবেনা এমনটি বিধি নিষেধ থাকলেও প্রতিটি বাজারে অবাধে খোলা ভাবে বিক্রি হচ্ছে এসব সার। ফলে জামানত দিয়ে নেয়া ক্ষুদ্র ডিলাররা পরছেন মহা বেকারদায়। তারা বলছেন আমরা ডিলারসিপ্টের নিয়ম অনুযায়ী সার তুললেও বিক্রি করতে পারছিনা খোলা বাজারে বিক্রেতা সার ব্যবসায়ীদের কারনে। আবার অনেক সময় বড় ডিলাররা আমাদের কাছে নিন্ম মানের সার দিয়ে থাকে তাতে করে আমাদের সার বিক্রি করা অত্যন্ত কঠিন হয়ে পরেছে। ফলে একদিকে যেমন ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস’ হচ্ছেন ক্ষুদ্র ডিলাররা অপরদিকে ভেজাল, ওজন ও দামের দিক দিয়ে প্রতারিত হচেছন কৃষকরা। অপর দিকে এলাকায় নির্ধারিত ডিজেল বিক্রির প্রায় সব জায়গায় খোলা ভাবে বিক্রি হচ্ছে ডিজেল। এতে করে কৃষকরা প্রতারিত হচ্ছেন দাম ও ওজনে। অপরদিকে পেট্রাল বিক্রির জন্য নির্ধারিত ডিলার থাকলেও পানের দোকান, দর্জির দোকান, মুদির দোকান, চুল কাটা সেলুন সহ বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে পেট্রল। পেট্রল বিক্রির উপর বিধি নিষেধকে তোয়াক্কা না করে সব জায়গায় যেখানে সেখানে খোলা ভাবে আর,সি বা সেভেন আপের বোতলে ওজনে কম দিয়ে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। ফলে একদিকে যেমন প্রতারিত হচ্ছেন ক্রেতাসাধারণ অপরদিকে যে কোন মুর্হতে ভয়াবহ অগ্নিকান্ডের মতো দুর্গটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করছেন এলাকার অভিজ্ঞমহল। এব্যারে নওগাঁ জেলার ক্ষুদ্র সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক এ প্রতিবেদকে জানান, খোলা বাজারে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে এপর্যন্ত প্রায় ৮/১০ টি লিখিত অভিযোগ দিয়েছি কিন’ এর কোন প্রতিকার মূলক ব্যবস’া নিচ্ছেন না কর্তৃপক্ষ। এব্যাপারে জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্বাস আলী জানান ক্ষুদ্র সার ডিলার ছাড়াও খোলাবাজারে সার বিক্রি হচ্ছে শুনেছি, আমরা এ সংক্রান্ত ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি এবং সাথে সাথে ব্যবস’া নিয়েছি। খোলা বাজারে যেন যত্রতত্র ভাবে সার বিক্রি করতে না পারে সে জন্য আমরা প্রতিটি সার বিক্রেতাকে চিঠি দিয়েছিএর পরও যদি বিক্রি করে তাহলে তদন্ত সাপেক্ষে এবং সার বীজ মনিটরিং কমিটিতে আলোচনা অন্তে খোলা বাজারে সার বিক্রেতাদের বিরুদ্ধে প্রায়োজনীয় ব্যবস’া নেয়া হবে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …