সিরাজগঞ্জ প্রতিনিধি : স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে এক স্বামীর যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক উম্মে কুলসুম বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এক জনাকীর্ণ কৰে এ রায় ঘোষনা দেন। সাজাপ্রাপ্তকে অতিরিক্ত ২৫ হাজার টাকার জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডও প্রদান করেন বিচারক। সাজাপ্রাপ্ত আলম হোসেন (২৬) জেলার উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে সে জেল হাজতে রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালে ১৬ ডিসেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে উলেৱখিত আসামী তার স্ত্রী বেলী খাতুন (২০) কে নিশংসভাবে হত্যা করে বাড়ি পাশাবর্তী একটি পায়খানার ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখে। স’ানীয় লোকজন কর্তৃক সংবাদ পেয়ে ঘটনার পরদিন উল্লাপাড়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের মা মিনি খাতুন ওই দিনই উলৱাপাড়া থানায় মেয়ের জামাই ও শশুড় বাড়ির লোকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ দিন শুনানী শেষে এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর বাবা আব্দুর রাজ্জাক তার অপর ছেলে শামীম, সুর্বতজ্জামান ও আমির হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাদেরকে বেকুসুর খালাস দেয়। রাস্ট্র পৰে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর টি.এম.হাসান করিম নবাব ও আসামী পৰে অ্যাডভোকেট শামছুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …