এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই লাখ টাকা খুঁইয়েছেন মিজানুর রহমান বকুল নামে এক গার্মেন্টস ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার বেলা ১০ টার দিকে নওগাঁ শহরের যাবার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। অজ্ঞান অবস’ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা সদর প্রসাদপুর বাজারে মিম ফ্যাসান নামে তার একটি গার্মেন্টস দোকান রয়েছে।
ব্যবসায়ী মিজানুর রহমানের পরিবারের সদস্যরা জানান, দোকানের মালামাল ক্রয়ের জন্য মিজানুর রহমান গত মঙ্গলবার সকালে শানে খোদা নামে একটি বাসে চড়ে নওগাঁ শহরের স্মরণ গার্মেন্টসে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে তার কাছে থাকা দুই লাখ টাকা নিয়ে কৌশলে সটকে পড়ে। অজ্ঞান অবস’ায় বাসের কণ্ট্রাক্টর ও হেলপাররা তাকে নওগাঁর বলাকা ফিলিং ষ্টেশনের কাছে ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়। অজ্ঞান পার্টির সদস্যদের সাথে বাসে কর্মরত লোকজনের যোগসুত্র রয়েছে বলে ব্যবসায়ি মিজানুর রহমানের পরিবারের লোকজন দাবি করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস’তি চলছে বলে জানা গেছে।
Home / প্রতিবেদন / নওগাঁর মান্দায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই লাখ টাকা খোয়ালেন এক গার্মেন্টস ব্যবসায়ী
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …