7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / মটর মালিক ও শ্রমিক অসন্তোষে নওগাঁ-জয়পুরহাট রুটে সরাসরি বাস চলেনা ১৫ বছর

মটর মালিক ও শ্রমিক অসন্তোষে নওগাঁ-জয়পুরহাট রুটে সরাসরি বাস চলেনা ১৫ বছর

নওগাঁ (ধামইরহাট) প্রতিনিধি: দুই জেলার মটর মালিক ও শ্রমিকদের আধিপত্য বিসত্মার কে কেন্দ্র করে দীর্ঘ ১৫ বছর ধরে নওগাঁ-ধামইরহাট-জয়পুরহাট রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, ১৯৯৬ সাল থেকে নওগাঁ-ধামইরহাট-জয়পুরহাট সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাস যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করে। নওগাঁ থেকে ধামইরহাট এর উপর দিয়ে সরাসরি যাত্রীবাহি বাস জয়পুরহাট পর্যন্ত চলাচল করত। মোটর মালিক ও শ্রমিক দ্বন্দ্বের কারণে দুই জেলার শেষ সীমানা মঙ্গলবাড়ী থেকে বর্তমানে যাত্রিবাহী বাসগুলো চলাচল করছে। ধামইরহাট থেকে জয়পুরহাটের দূরত্ব মাত্র ২০ কিঃমিঃ। কিন’ জয়পুরহাট যেতে সময় লাগে দেড় ঘন্টা। মঙ্গলবাড়ী নামক স’ানে হুড়োহুড়ি করে বাস বদল করে জয়পুরহাট গামী বাসে উঠতে হয়। জয়পুরহাট গামী বাসগুলো পর্যাপ্ত যাত্রী হওয়ার পর অধিক মুনাফা লাভের আশায় রাস-ার উপর দাঁড়িয়ে থাকে অতিরিক্ত যাত্রী নেওয়ার জন্য। এ সময় যাত্রীরা তাদের কাছে জিম্মি হয়ে পড়ে। তাছাড়া মাত্র ১০ কিলোমিটার যেতে সময় লাগে প্রায় ৪৫/৫০ মিনিট। মঙ্গলবাড়ীতে বাস পরিবর্তন করার সময় কুলিদের উৎপাতে ব্যবসায়ীদের সবচেয়ে বেশী বিপদে পড়তে হয়। ছোট কোন মাল যাত্রী নিজে বহন করতে চাইলেও কুলিরা জোর করে মালটিকে ছিনিয়ে নিয়ে অন্য বাসে উঠায়। সামান্য পরিশ্রম করে অযৌতিকভাবে বিশাল অংকের টাকা দাবী করে। এতে প্রায় যাত্রীদের সাথে ঝগড়া বিবাদ লেগে থাকে। তাছাড়া সন্ধ্যা ৬ টায় পর জযপুরহাট থেকে ধামইরহাট আসার আর কোন বাস থাকে না। এ সুযোগে কিছু অসৎ টেম্পু চালকগন সুযোগ বুঝে দ্বিগুন ভাড়া আদায় করার পর টেম্পু ছাড়ে। ধামইরহাট থেকে ঢাকা, রাজশাহী ও বগুড়ায় সরাসরি বাস চলাচল করলেও মাত্র ২০ কিলোমিটার পথ জয়পুরহাটে বাস চলাচল করে না। ফলে ধামইরহাট, পত্নীতলা ও সাপাহার উপজেলার হাজার হাজার বাসযাত্রীদের বগুড়া, দিনাজপুর, রংপুরসহ দেশের অন্যান্য স’ানে যেতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এ ব্যাপারে নওগাঁ জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, নওগাঁ জেলা মোটর মালিক সমিতি যে কোন মুর্হুতে সরাসরি বাস চলাচল করতে প্রস’ুত। কিন’ জয়পুরহাট মালিক সমিতি তাদের সীমানা মাত্র ১০ কিলোমিটারের জন্য প্রাপ্যতার অধিক সংখ্যক বাস চলাচলের দাবী করায় এ প্রক্রিয়া বর্তমানে থেকে গেছে। তিনি আরও বলেন দুই জেলার জেলা প্রশাসকগণ সমস্যাটির সমাধানের উদ্যোগ গ্রহণ করলে অবশ্যই এর সুফল পাওয়া যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী যাত্রী সাধারণগণ।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …