4 Poush 1431 বঙ্গাব্দ বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের শাহজাদপুর স্কুল ছাত্রী অপহরণ ৭ দিন পরেও উদ্ধার হয়নি

সিরাজগঞ্জের শাহজাদপুর স্কুল ছাত্রী অপহরণ ৭ দিন পরেও উদ্ধার হয়নি

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছী বাসস্ট্যান্ড থেকে গত শনিবার শুক্লা রাণী ঘোষ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী অপহরণ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক তোলাপাড় শুরু হয়েছে। ঘটনার ৭ দিন পরও পুলিশ অপহৃতা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। এদিকে অপহৃতা স্কুল ছাত্রীর ভবিষ্যত পরিণতি নিয়ে তার পরিবারের সদস্যরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্লা রাণী ঘোষ উল্লাপাড়া উপজেলার বাল্লোপাড়া গ্রামের মৃত সুরঞ্জন ঘোষের মেয়ে। এসএসসি পরীক্ষার্থী শুক্লা বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া গ্রামে তার মামা জয়দেব ঘোষের বাড়িতে থেকে স্থানীয় জিএসকেএল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো। গত শনিবার সকালে শুক্লা তার মা দূর্গা রাণী ঘোষ ও দাদু ঋষীকেশ ঘোষের  সাথে মামার বাড়ি থেকে নিজ বাড়ি বাল্লোপাড়া গ্রামে যাচ্ছিল। এক পর্যায়ে সকাল ১১টায় উপজেলার তালগাছী বাসস্ট্যান্ডে পৌঁছালে খামার উল্লাপাড়া গ্রামের ইসরাইল হোসেন থানাদারের ছেলে আওলাদ হোসেন ও তার সহযোগীরা অস্ত্রের মুখে শুক্লাকে সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার মা বাঁধা দিতে গেলে অপহরণকারীরা তাকে মারধর করে। এ ব্যাপারে অপহৃতার মা দূর্গা রাণী ঘোষ বাদী হয়ে ৭ জনকে আসামী করে গত রোববার শাহজাদপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ শুক্লা রাণীকে উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই কংকন বিশ্বাসের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …