15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / চাঁদা না দেওয়ায় নওগাঁয় সৌদী প্রবাসীকে ককটেল মেরে হত্যার চেষ্টা

চাঁদা না দেওয়ায় নওগাঁয় সৌদী প্রবাসীকে ককটেল মেরে হত্যার চেষ্টা

এনবিএন ডেক্সঃ নওগাঁ শহরের পার-নওগাঁ ধোপাপাড়া মহল্লায় সৌদী প্রবাসী মোঃ মোবরক হোসেনকে পর পর ৩টি ককটেল মেরে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। কিন’ ভাগ্যক্রমে নিক্ষেপকৃত ৩টি ককটেলের মধ্যে ২টি বিস্ফোরিত না হওয়ায় মোবারক হোসেন প্রাণে বেঁচে যায়। বুধবার রাত ১১ টার দিকে বাড়ীর সামনে রুহল আমিনের মুদির দোকনে বসে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পর পর ৩টি ককটেল নিক্ষেপ করে। এ ব্যাপারে নওগাঁ পৌরসভার সাবেক কমিশনার ইউনুছ আলী ওরফে চিনিমিনি বাবু ও তার কয়েক সঙ্গীকে অভিযুক্ত করে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, সৌদি প্রবাসী ও স্টার গোল্ড লিমিটেডের স্বাতাধিকারী মোবারক হোসেনের নিকট থেকে দীর্ঘ দিন থেকে এলাকার সাবেক পৌর কমিশনার ইউনুছ আলী ওরফে চিনিমিনি বাবু মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। দীর্ঘ দিন থেকে হুমকি-ধামকি দেওয়ার পরেও চাঁদা না পাওয়ায় বুধবার রাতে সাবেক পৌর কমিশনার ইউনুছ আলী ওরফে চিনিমিনি বাবু ও তার সঙ্গীরা মোবারক হোসেনের উপর ককটেল হামলা করে। নিক্ষেপকৃত ককটেলের প্রথমটি মোবারক হোসেনের হাতে লাগে। কিন’ বিস্ফোরিত না হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। দ্বিতীয়টি রুহুল আমিনের দোকানের সার্টারে লেগে বিস্ফোরিত হয়। এসময় দোকানে বসা মোবারক হোসেনসহ লোকজন প্রাণ বাঁচাতে দৌড়ে পালালোর সময় পিছন থেকে মোবারককে লক্ষ্য করে আরো একটি ককটেল নিক্ষেপ করে চিনিমিনি বাবু সন্ত্রাসীরা। কিন’ সেটিও বিস্ফোরিত না হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাতের খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ হাসমী, ইন্সপেক্টর (তদন-) শেক এনামুল হক, এসআই ফিরোজ কবিরসহ পুলিশের কয়েকটি টিম ঘটনাস’ল পরিদর্শন করে।
গতকাল বৃহস্পতিবার নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ হাসমী সাংবাদিকদের জানান, বুধবার রাতে থেকে সাবেক পৌর কমিশনার ইউনুছ আলী ওরফে চিনিমিনি বাবুসহ তার সন্ত্রাসী বাহিনীতে গ্রেফতার করেত বিভিন্ন স্থানে অভিযান অভাহত রাখা হয়েছে। শীঘ্রই ককটেল হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …