6 Boishakh 1431 বঙ্গাব্দ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর ধামইরহাটে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছেনা অন্তসত্বা রেখা

নওগাঁর ধামইরহাটে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছেনা অন্তসত্বা রেখা

এনবিএন ডেক্স:  নওগাঁর ধামইরহাটে ৩ মাসের অনত্মসত্বা রেখা আকতার বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। উপজেলার ধানতাড়া গ্রামের খাজা মইন উদ্দিনের মেয়ে রেখা তার লিখিত অভিযোগে জানান, গত দেড় বছর পূর্বে তার নিজ গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে রেজাউল কাজী অফিসে রেজিষ্ট্রির মাধ্যমে বিয়ে করে তার বাড়ীতে যাতায়াত করে এবং বিয়ের কথা গোপন রাখতে বলে। বিয়ের পর থেকে রেখাকে মাদক ব্যবসার কাজে ব্যবহার করে। রেখার শরীরে বিশেষ পোষাক পড়িয়ে ফেন্সিডিল সেটিং করে বিভিন্ন স্থানে তার মাধ্যমে ফেন্সিডিল পরিবহন করে রেজাউল অবৈধ উপার্জন করে। স্বামীর কথামত রেখা এসব অবৈধ কাজ করে।  পরে রেখা ঐসব অবৈধ কাজ করতে অস্বীকার করলে তার স্বামী তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট আরম্ভব করে। রেখা বর্তমানে ৩ মাসের অন্তসত্বা হওয়ার পরও স্বামীর স্বীকৃতি না পাওয়ায় গ্রামে বিচার দেয়। বিচার চাওয়ায় স্বামী রেজাউল তার দলবল নিয়ে কয়েকদফা  রেখা ও তার পরিবারের লোকজনকে মারপিট করে এবং মেরে গ্রামছাড়া করা হবে বলে হুমকী দেয়ায় রেখার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।  এ ব্যাপারে ধামইরহাট থানায় অভিযোগ করলে ধামইরহাট থানার এস আই আমজাদ হোসেন ২ দফা ঘটনাস’ল পরিদর্শন করেন। সুবিচার না পেয়ে হতাশাগ্রস’ অন্তসত্বা রেখা আকতার জানান, আমরা অসহায় গরীব তাই অপরাধীদের অবৈধ প্রভাবে এবং গ্রামের মাতব্বর, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও থানা কর্তৃপক্ষের গড়িমসির কারনে কোন সু-বিচার পাওয়া যাচ্ছে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি নিষ্পত্তির জন্য দিনক্ষন ঠিক করেছেন বলে এস আই আমজাদ হোসেন জানান।  দরিদ্র রেখা ও তার পরিবার সন্ত্রাসীদের বিরুদ্ধে নওগাঁ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সু-বিচারের জন্য আবেদন করেছেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …