21 Magh 1431 বঙ্গাব্দ সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মান্দায় জামায়াত নেতা রিপোটার্স ইউনিটির নাম ভাঙ্গিয়ে নীরব চাঁদাবাজির অভিযোগ

নওগাঁর মান্দায় জামায়াত নেতা রিপোটার্স ইউনিটির নাম ভাঙ্গিয়ে নীরব চাঁদাবাজির অভিযোগ

এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় বেশ কিছুদিন ধরে জামায়াত নেতা ও মান্দা রিপোর্টাস ইউনিটির নাম ভাঙ্গিয়ে নীরব চাঁদা বাজির অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায় মান্দা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে ইউনিটির উন্নয়নের কথা বলে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে নীরব চাঁদাবাজি করায় সুধী মহলের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে মান্দা থানা জামায়াতের রোকন ও প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম বিভিন্ন অনিয়মের কারণে পুলিশের হাতে ধরা খেয়ে এক সময় জেল হাজত বাসও খেটেছে। মান্দায় জামায়াতের কোন সাংগঠনিক কার্যক্রম লক্ষ করা না গেলেও সে এক শ্রেনীর সাংবাদিকদের ম্যানেজ করে মিডিয়ায় তা মিথ্যা সংবাদ প্রকাশ করে ইতিমধ্যেই আলোচিত হয়ে গেছে।
উপজেলার নুরুল্যাবাদ ইউপি’র সচিবের নিকট থেকে ১০ হাজার টাকাসহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ থেকেও অনেক টাকা নীরব চাঁদাবাজি করেছে বলেও একটি সুত্র জানায়। সরকার দুষকৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস’ান নিলেও কথিত জামায়াত সমর্থক সাংবাদিকেরা মিডিয়াতে সাফাই গেয়ে তাদের আড়াল করার চেষ্টা করছে। এছাড়া বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার কখনও উপজেলা প্রতিনিধি, কখনও আবার ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে আব্দুল কাইয়ুম  নিজেকে পরিচয় দিয়ে জাহির করে থাকেন। সাংবাদিক সংগঠনের সঙ্গে জড়িত থাকার কারণে প্রশাসন ও সাধারণ মানুষ কোন পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না বলে সুধী জনের ধারনা। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস’া গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন। উল্লেখ্য সে উপজেলার একটি মাদ্রাসার সুপার। তার প্রতিষ্ঠানের বেতন ভ্রাতাদি না হওয়ায় সে নিরব চাঁদা বাজিতে মেতে উঠেছে বলেও অনেকে মনে করছেন।
এ ব্যাপারে কথিত ওই সাংবাদিক ও জামায়াত নেতা আ: কাইয়ুম-এর সঙ্গে কথা বলা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন। মহান পেশায় থেকে সাংবাদিকেরা যদি অপসাংবাদিকতা না করে স্বচ্ছ সাংবাদিকতা করেন তাহলে সমাজ থেকে অনেক দুর্নীতি’র মুলোদপাটন করা যাবে বলে সুধী সমাজের ধারনা।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …