15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁয় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাসহ একাধিক ব্যক্তির কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি

নওগাঁয় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাসহ একাধিক ব্যক্তির কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি

এনবিএন ডেক্স:  নওগাঁর মান্দায় মোবাইল ফোনে এসএমএস দিয়ে উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা, সাবেক দুই চেয়ারম্যানসহ একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হয়েছে। দুষকৃতিকারীরা একই ধরনের এসএমএস দিয়ে এসব ব্যক্তিদের কাছ থেকে ১৫ লাখ টাকা করে চাঁদা দাবি করে। অন্যথায় তাদের হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু জানান, গত ৪ সেপ্টেম্বর রাতে তাঁর ০১৭১৫-১২২১২৯ নম্বর মোবাইল ফোনে একটি এসএমএস দিয়ে দুষকৃতিকারীরা ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চক্রটি একটেল কোম্পানির ০১৮৪০-৫৮৮৩৬৮ নম্বর থেকে এসএমএম দিয়ে টাকা দিতে ০১৭২৯-৯৩৮২২২ নম্বরে যোগাযোগের জন্য বলেছে। একই ধরনের এসএমএস দিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্যা এমদাদুল হক, সাধারন সম্পাদক সরদার জসিম উদ্দিন, স্বাস্থয বিষয়ক সম্পাদক বিমলেন্দু দাস খোকন, তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বকুল ও কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের কাছ থেকে ১৫ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়।  এছাড়া আ’লীগ নেতা মোজাহার আলী মল্লিকের নিকট থেকে চক্রটি ৫ দিনের মধ্যে ১০ লাখ টাকা দাবি করেছে। চক্রটির দাবিকৃত টাকা দেয়া না হলে তার নাতিকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। এ ধরনের হুমকিতে উল্লেখিত ব্যক্তিরা পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘটনায় মান্দা থানায় একাধিক সাধারন ডাইরী করা হয়েছে। এদিকে এসএমএস প্রেরণকারীর ০১৮৪০-৫৮৮৩৬৮ নম্বরে ফোন দেয়া হলে তা কল ড্রাইভেশন হয়ে গ্রামীণ ফোনের ০১৭২৯-৯৩৮২২২ নম্বরে চলে যাচ্ছে। গ্রামীণ ফোনের এই নম্বর ব্যবহারকারী উপজেলার চকরামানন্দ গ্রামের কছির উদ্দিনের পুত্র আজিজার রহমানও এ ঘটনায় থানায় পৃথক জিডি করেছেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদনত্ম চলছে। শীঘ্রই হুমকিদাতাকে গ্রেফতার করা হবে।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …