24 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের রায়গঞ্জে গৃহ বধূর হত্যা না আত্মহত্যা জনগণের নানা প্রশ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে গৃহ বধূর হত্যা না আত্মহত্যা জনগণের নানা প্রশ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে লক্ষ্মীবিষ্ণ ুপ্রসাদ গ্রামের এক হত দরিদ্র গৃহ বধূর হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল শনিবার সকালে এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানাযায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষ্মীবিষ্ণু প্রসাদ গ্রামের শরিফ উদ্দীনের স্ত্রী জহুরা খাতুন (৪০) সবার অজানে- বিষপান করে। পরে তাকে রায়গঞ্জ সদর হাসপাতালে মুমুর্ষ অবস’ায় ভর্তি করে। কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এলাকাবাসীর ধারণা দারিদ্রতার কারণে স্বামী স্ত্রী’র মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদের এক পর্যায়ের মাঝেমধ্যেই মারপিটের ঘটনাও ঘটে। একারনেও তার মৃত্যু হতে পারে। স্বামী শরীফ উদ্দীন জানান আমার স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে তিনি দাবী করেন। চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান স্বপন কুমার দাস যোগাযোগ করা হলে তিনি বলেন গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে এই মর্মে আমি সংবাদ পেয়েছি। সাথে সাথে রায়গঞ্জ প্রশাসনকেও অবগত করেছি। রায়গঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আনিছুর রহমান এর সাথে মুঠো ফোনে যোগাযোযগ কর হলে তিনি বলেন গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে এই মর্মে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। তবে অফিসার ঘটনাস’লে তদনে-র জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …