সিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়া্মীলীগের কেন্দ্রীয় নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের এবং ৩ নবেম্বর কেন্দ্রীয় কারাগারে বর্বরোচিত হত্যাকান্ডের সুবিধাভোগীরাই ৭ নবেম্বর ক্ষমতা দখল করেছিল। জিয়াউর রহমানকে ১৫ আগস্ট সংঘটিত ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডের নেপথ্য খলনায়ক উল্লেখ করে নাসিম বলেন এরই ধারাবাহিকতায় আজও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনী এবং যুদ্ধাপরাধীদের রক্ষায় প্রকাশ্যে মাঠে নেমেছেন। কিন’ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের জনগণ যে কোন মূল্যে তা রুখে দাঁড়াবে। তিনি শনিবার বিকেলে কাজীপুরে দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশে প্রদান অতিথির বক্তব্য দেন। ঈদ-উল আযহা উপলক্ষ্যে তিনি কাজীপুওে াাগমন করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন। আওয়ামীলীগের সিনিয়র এ নেতা বলেছেন- ’৭১-র ঘাতক জামায়াত ইসলামী হচ্ছে বিএনপি’র নিযামক শক্তি, খালেদা জিয়া জামায়াতের কর্মকান্ডে উজ্জীবিত হয়ে আন্দালনের হুমকি দিচ্ছেন। তাদের এ হুমকি- ধমকিতে আওয়ামীলীগ ভয় করে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি শানি-র দেশে পরিণত হয়েছে উল্লেখ করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- বাংলাদেশের মানুষের শানি- থাকলেও শানি- নেই শুধু বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার। তাঁর দুর্নীতিবাজ দুই সন-ানকে নিয়ে তিনি অশানি-তে আছেন। তাঁর মনে আরো অশানি-, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে,দেশে জঙ্গীবাদ দমন হযেছে, বিচ্ছিন্নতাবাদের ঘাটি উৎখাত হয়েছে। তিনি (বেগম জিয়া)ক্ষমতায় থাকলে বাংলাদেশ হতো হয়তো জঙ্গীিবাদ- বিচ্ছিন্নতাবাদীদের ঘাটি। কাজীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের সহ-সভাপতি রেপাজ উদ্দিন মাষ্টার। সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন, জিএম তালুকদার মধু, জাহাঙ্গীর আলম তালুকদার,খলিলুর রহমান, সাইদুল ইসলাম, নাজমুল হক, আসলাম ও আলামিন। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় সভায় বলেছেন সকল মান অভিমান ভুলে গিয়ে যে কোন চক্রান- ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করতে হবে। তা না হলে বিএনপি জামায়াত আবার ক্ষমতায় এলে দেশের পরিসি’তি ভয়াবহ করে তুলবে।
Home / প্রতিবেদন / জিয়াউর রহমান ১৫ আগস্ট সংঘটিত ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডের নেপথ্য খলনায়ক -সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …