এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকায় গলায় ফাঁসি দিয়ে রাহেলা বিবি(৬৫)নামে এক বৃদ্ধা মহিলা আত্নহত্যা করেছে।জানাযায়,মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির খোর্দ্দনারায়নপুর গ্রামের কিনা সরদারের স্ত্রী রাহেলা বিবি(৬৫)বৃহস্পতিবার দুপুর দু’টার দিকে বাড়ির লোকজনের অজানে- গোয়াল ঘড়ের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্নহত্যা করে।কিনা সরদার জানান,তার বৃদ্ধা স্ত্রী রাহেলা বিবির প্রায় বছর পূবে থেকে ব্রেনের সমস্যা দেখা দিয়েছিল।এব্যাপারে মহাদেবপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে এস,আই মশিউর জানিয়েছেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …