এনবিএন ডেক্সঃ নওগাঁ আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বেড়ে গেছে কামার শিল্পীদের ব্যসত্মতা। কামার শিল্পীরা দিন-রাত নিরলস পরিশ্রম করে মাংস কাটার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করে চলেছেন অবলীলায়। জেলা শহর থেকে শুরু করে ১১ উপজেলায় চোখে পড়ে ব্যসত্ম কামার শিল্পীদের নয়নাভিরাম জীবন চিত্র। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরিতে কামারদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় এ সময়ে। জানা যায়, কামার শিল্পীদের বেশির ভাগই হিন্দু সম্প্রদায়ের লোক। তাদের অনেকেরই পৈতৃক সূত্রে পাওয়া এ পেশা। কামারদের তৈরি যন্ত্রগুলোর মধ্যে রয়েছে, দা, বঁটি, কোদাল, কুড়াল, কাসেত্ম, ছুরি, চাপাটিসহ আরো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে বিপুল মহন- কামার জানান, বছরের বেশির ভাগ সময়ই আমাদের কাজ না পেয়ে বসে অলস সময় কাটাতে হয়। কাজ না থাকায় বহু কষ্টে ছেলেমেয়ে নিয়ে দিনযাপন করি। আর ঈদুল আজহার জন্য অপেক্ষা করি। ঈদুল আজহা এলেই মনে হয় যেন আমাদের ভাগ্যের সুদিন এসেছে। তাই তো নিরলস পরিশ্রম করে তৈরি করি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। যার ফসল মুসলমানদের ঈদুল আজহা বা কুরবানির ঈদ। উপজেলার চেরাগপুর ইউনিয়নের চান্দা বাজারের কামার অরবিন্দু জানান, বয়স আমার অনেক হয়েছে। জীবনের প্রায় শুরম্ন থেকে বাবা ঠাকুদার সময় থেকে এ কাজ করছি। আগে এমন অবস’ার শিকার কখনো হইনি। কিন’ বর্তমানে একটা ঈদের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হয় সারা বছর। খেয়ে না খেয়ে দিন যাপন করতে হয়। ঈদ এলে নিরলসভাবে কাজ শুরম্ন করি মুসলমানদের ঈদ অনুষ্ঠানকে সফল করার জন্য। উলেস্নখ্য, লোহার দাম বৃদ্ধির পাশাপাশি বাজারে স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতির ব্যবহার বাড়ার ফলে কামাররা ধীরে ধীরে তাদের পৈতৃক পেশা হারাতে বসেছে।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …