24 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর ধামইরহাট উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন মাদার তেরেসা স্বর্ণপদক পেলেন

নওগাঁর ধামইরহাট উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন মাদার তেরেসা স্বর্ণপদক পেলেন

এনবিএন ডেক্স: – নওগাঁর ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন “মাদার তেরেসা স্বর্ণপদক-১১”পেয়েছেন। গত ২৬ অক্টোবর সকাল ১০ টায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষনা ফাউন্ডেশনের সভাপতি ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপড়্গের চেয়ারম্যান সাবেক রাকসু ভিপি এ্যাডভোকেট নুরম্নল ইসলাম ঠান্ডু’র সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউন্সে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষনা ফাউন্ডেশন ও জার্নালিষ্ট অব ফ্রীডম রিচার্স এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে মাদার তেরেসার জন্ম জয়নত্মী উদযাপন উপলড়্গে “তত্ত্বাবধায়ক সরকার নয় শক্তিশালী নির্বাচন কমিশন” শীর্ষক আলোচনা সভা ও গুনীজনকে “মাদার তেরেসা পদক-১১” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন মাননীয় নৌপরিবহন মন্ত্রী শাজাহন খান। পরবর্তীতে ১লা নভেম্বর’১১ সারা দেশ হতে নির্বাচিত ৪ জন চেয়ারম্যানের মধ্যে অন্যতম ধামইরহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওমীলীগ সভাপতি মোঃ দেলদার হোসেনকে  স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সামসুল হক টুকু “মাদার তেরেসা স্বর্ণপদক-১১” হসত্মানত্মর করেন। অন্যান্যের মধ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ জেলার  তারাশ উপজেলা চেয়ারম্যান গাজী ম ম আমজাদ হোসেন মিলন, নীলফামারীর ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার ১ জন ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আনোয়ারম্নল ইসলামকেও উক্ত পদক প্রদান করেন।  এছাড়াও জয়পুরহাট জেলার কালাই পৌর মেয়র আনোয়ারুল ইসলামকেও সম্মাননা দেওয়া হয়। ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন সমাজ সেবায় “মাদার তেরেসা স্বর্ণ পদক” পাওয়ায় উপজেলার বিভিন্ন মহল ও সুধীজন তাঁকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …