21 Magh 1431 বঙ্গাব্দ সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / অসমাপ্ত জিয়ানগর সেতু খুলে দিয়ে টোল আদায় সেতু ও সংযোগ সড়কের স’ায়ীত্ব নিয়ে প্রশ্ন।

অসমাপ্ত জিয়ানগর সেতু খুলে দিয়ে টোল আদায় সেতু ও সংযোগ সড়কের স’ায়ীত্ব নিয়ে প্রশ্ন।

পিরোজপুর প্রতিনিধি: ঈদকে সামনে রেখে অসমাপ্ত জিয়ানগর সেতুর কাজ সম্পন্ন না হওয়া আগেই সড়ক বিভাগের যোগ সাজসে জিয়ানগর ফেরীর ইজারাদার ঐ সেতুতে টোল আদায় করছে। অসমাপ্ত সেতুতে যানবাহন চলাচল করায় সেতুটির সংযোগ সড়কের স’ায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা বলেশ্বর নদীর উপর ইজারা নেওয়া ফেরীটি চালু থাকলেও ইজারাদা কতৃপক্ষ সড়ক বিভাগের সাথে যোগসাজসে জিয়ানগর সেতুর পশ্চিম প্রানে- টগড়া গ্রামের এপ্রোচ সড়কে বাঁশ ফেলে টোং ঘর পেতে ৫ দিন ধরে টোল আদায় করছে। শুধু মূল সেতুর কাজ শেষ হলেও নদীর দুই প্রানে- প্রায় তিন কিঃ মিঃ সংযোগ সড়কের কাজ অসমাপ্ত রয়েছে। রাজনৈতিক কারনে ২০০৫ সালে জোট সরকারের আমলে অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মানাধীন সেতুটির কাজ এখন সম্পন্ন হয় নাই। এপ্রোচ সড়কের ৩০ টি স’ানে বড় বড় গর্ত হয়ে যাওয়া সড়কটি  ভবিষ্যৎ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সেতুটি নির্মানাধীন ঠিকাদারী কতৃপক্ষ সেতুটি হস-ান-র করার আরো অনেক সময় লাগবে এর আগেই সেতুটি খুলে দিয়ে মালবাহি ট্রাক, পিকআপ, নসিমন, করিমন, মটরসাইকেল, ও মাঝে মাঝে যাত্রিবাহি গাড়ি চলায় সংযোগ সড়কের মারাত্বক ক্ষতি হ”েছ। এবং ফেরী কতৃপক্ষ ফেরির রেটেই টোল আদায় করছে। এদিকে কতৃপক্ষের দৃষ্টি নেই। বুধবার জিয়ানগর সেতুর টগড়া প্রানে- গিয়ে দেখাযায় পিকআপ থামিয়ে ইজারাদারের লোক টোল আদায় করছে।  জিয়ানগর সেতুতে টোল আদায় কারী ইজারাদারের প্রতিনিধি জাহাঙ্গির হোসেন জানান সড়ক বিভাগের অনুমতি সাপেক্ষে আমরা ফেরির রেটেই টোল আদায় করছি। অপর দিকে পিরোজপুর সড়ক বিভাগের উপ-প্রকৌশলী মোঃ আলম চাঁদ কে বুধবার মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করলেও তিনি ফোন রিসিপ করেননি।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …