22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / সরকারের উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে —— নওগাঁয় খাদ্যমন্ত্রী

সরকারের উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে —— নওগাঁয় খাদ্যমন্ত্রী


এনবিএন ডেক্সঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে দ্রুত সম্পন্ন করতে হবে। তা না হলে সরকারের উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়বে, প্রধান মন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়ন হবে না। তিনি সরকারী কর্মকর্তাদের দ্রুত উন্নয়নমুলক কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। রোববার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন একবেলাও অনাহারে না থাকে। সরকারের পর্যাপ্ত ত্রান আছে। বর্ন্যার্তদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম, ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল বারী, পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দীন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দীন, ্আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুসফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …