14 Chaitro 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর মান্দায় পুকুর নিয়ে দ্বন্দ্ব, ৬ জেলেকে ছেলেধরা বলে অপপ্রচার চালিয়ে মারপিট, তাদের উদ্ধার করেছে পুলিশ

নওগাঁর মান্দায় পুকুর নিয়ে দ্বন্দ্ব, ৬ জেলেকে ছেলেধরা বলে অপপ্রচার চালিয়ে মারপিট, তাদের উদ্ধার করেছে পুলিশ


এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় ছেলে ধরা সন্দেহে ৬ জেলেকে গণপিুটনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুসম্বা ইউনিয়নের বুড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে। তাদের সবারই বাড়ি নওগাঁ সদর উপজেলায়। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পুকুরে ছোট মাছ ধরার জন্য পুকুর মালিক সনজিত ৬ জেলেকে মাছ ধরতে বলেন। চুক্তি ছিল পুকুর মালিক নিবেন মাছের ৭০ শতাংশ এবং জেলেরা ৩০ শতাংশ। সকাল থেকে ৬জন জেলে পুকুরে মাছ ধরছিলেন। মাছ ধরার সময় জেলেরা তিনটি বড় মাছ গোপনে জালের মধ্যে লুকিয়ে রাখেন। পরে পুকুর মালিক বিষয়টি বুঝতে পারেন। সনজিত বস্তা দেখতে চাইলে জেলেরা দেখাতে রাজি হচ্ছিলেন না। এক সময় তারা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন। এতেই ঘটে বিপত্তি। পাড়ার লোকজন ছেলেধরা সন্দেহে চিৎকার দিয়ে তাদের ধরে গণপটুনি দেয়। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা প্রকৃতপক্ষে জেলে। মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। ভুল বুঝা বুঝি হওয়ায় এলাকাবাসী তাদের ছেলেধরা সন্দেহে পিটুনি দেয়। পরে সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …