2 Boishakh 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় বয়লারের ছাই ফেলে জমি ভরাট করায় দুর্ঘটনা ও পরিবেশ দূষণ সহ আবাদী জমির ক্ষতি হচ্ছে

নওগাঁয় বয়লারের ছাই ফেলে জমি ভরাট করায় দুর্ঘটনা ও পরিবেশ দূষণ সহ আবাদী জমির ক্ষতি হচ্ছে

এনবিএন ডেক্স : নওগাঁয় বিভিন্ন বয়লারের বর্জ ছাই ফেলে একরের পর একর আবাদী জমি ভরাট করায় এক দিকে যেমন আবাদী জমির পরিমান কমে যাচ্ছে অপর দিকে তেমনই এ সকল ছাই পরিবেশের জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে। মহাসড়কের পার্শ্বে অবসি’ত বয়লার সমূহের বর্জ এ সকল ছাইয়ের কারণে মহাসড়কে চলাচলকারি যানবাহনের যাত্রী সহ পথচারিরা চোখে ছাই পড়ায় বিভিন্ন দূর্ঘটনার স্বীকার হওয়া ছাড়াও অনেকের চোখ মারাত্বক ভাবে ড়্গতিগ্রস’ হচ্ছে। এ ছাড়া জলনত্ম এ সকল ছাইয়ে পরে গৃহপালিত পশু সহ অন্যান্ন পশু এমনকি ক্ষেত্র বিশেষে ছোট ছোট ছেলে মেয়েরা অগ্নিদগ্ধ হচ্ছে। ছাইয়ের কারণে এলাকার পরিবেশ মারাত্বক হুমকির মুখে পড়লেও এ ব্যাপারে সংশ্লিষ্টদের কোন তৎপরতা নেই। নওগাঁর সাথে রাজশাহী ও জয়পুরহাট জেলার যোগাযোগ রক্ষাকারি একমাত্র মহাসড়কটি মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া মোড়ে বিভক্ত হয়ে দক্ষিনমুখি মহা সড়কটি মান্দা উপজেলা হয়ে রাজশাহী এবং পশ্চিমমুখি সড়কটি মহাদেবপুর, পত্নীতলা ও ধামুরহাট উপজেলা ঘুরে জয়পুরহাট জেলার সাথে সংযুক্ত হয়েছে। এ ছাড়া নওগাঁ থেকে বদলগাছি উপজেলা ঘুরে অপর একটি মহা সড়ক বিভক্ত হয়ে জয়পুরহাট জেলায় যুক্ত হয়েছে এবং অপর সড়কটি পত্নীতলা হয়ে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা হয়ে রাজশাহীর সাথে মিলিত হয়েছে। পরিবহন সুবিধার কারণে নওগাঁর প্রায় সকল বয়লার এ সকল সড়কের পার্শ্বেই স্থাপন করা হয়েছে। বিশেষত নওগাঁর হাপানিয়া থেকে মহাদেবপুর উপজেলা সদর পর্যন্ত মহা সড়কের উভয় পার্শ্বের পুরো অংশটিই বয়লারে ভরা। এ ছাড়াও গ্রামাঞ্চলেও সড়কের পার্শ্বে একই কারণে শতাধিক বয়লার স্থাপন করা হয়েছে। উল্লেখ্য নওগাঁ শহরের প্রাণ কেন্দ্রে কয়েটি বিশাল অটোমেটিক বয়লার চালু আছে। এছাড়া নওগাঁ আত্রাই সড়কেও প্রচুর বয়সার আছে। এ সকল বয়লারে জালানী হিসাবে ধানের গুড়া ব্যবহার করায় প্রতিদিন প্রচুর পরিমানে ছাই বর্জ হিসাবে জমা হয়। এ সকল বর্জ ফেলার নিদৃষ্ট কোন যায়গা না থাকায় অধিকাংশ বয়লার মালিক বয়লার সংযুক্ত আবাদী জমি সহ সড়ক সংলগ্ন সরকারি জমি ও নয়নজুলিতে তাদের বয়লারের ছাই ফেলে থাকেন। আর এ কারণেই বিভিন্ন সময়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে মতামত রাখতে গিয়ে অবসর প্রাপ্ত কৃষিবিদ রবীন্দ্রনাথ মজুমদার বলেন, ছাই একটি উন্নত মানের সার হিসাবে জমিতে ব্যবহার করা যায়। তিনি আরো বলেন ধানের গুড়ার ছাই-এ যদিও এ্যাসিডের পরিমান একটু বেশী থাকে তবুও এ ছাই কিছু দিন রেখে দিয়ে জমিতে ব্যবহার করলে জমির অক্সিজেন ধারণ ক্ষমতা বেড়ে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। কিন’ এ সকল বর্জ ছাই কোন কাজে ব্যবহার না করে জমি ভরাটের কাজে ব্যবহার করায় একদিকে যেমন জেলার আবাদী জমি কমে যাচ্ছে অপর দিকে তেমনই জেলার পরিবেশ মারাত্বক হুমকির মুখে পড়ছে। পরিবেশ বাঁচাতে বয়লারের বর্জ ছাইয়ের সুষ্ঠু ব্যবস্থা করা অত্যাবশ্যক বলে পরিবেশবাদীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …