7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর সাপাহারে আদিবাসীদের সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে আদিবাসীদের সমাবেশ অনুষ্ঠিত

এনবিএন ডেক্স: নওগাঁর সাপাহারে আদিবাসীদের নিজস্ব সংগঠন লাহানত্মী আখড়ার কর্মী সমাবেশ গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খিদিরপুর লাহানত্মী আখড়া প্রাঙ্গনে সাপাহার উপজেলা লাহানত্মী আখড়ার আয়োজনে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা মহিন্দ্রনাথ টপ্য। সমাবেশে আদিবাসীদের দাবী সমুহ বাসত্মবায়নে সাংগঠনিক ভাবে সামনে এগিয়ে নেওয়া, মামলা মোর্কদ্দমা,হয়রানী থেকে নিসত্মার ,স্থান সমস্যা সমাধান সহ যাবতীয় বিষয় নিয়ে এবং আদিবাসীদের নিজস্ব এ সংগঠনের বিভিন্ন কর্মকান্ড নিয়ে বিষদ ভাবে আলোচনা করা হয়। সমাবেশে আদিবাসী উন্নয়ন কমিটির কেন্দ্রিয় কর্মকর্তা বঙ্গপাল সরদার, সাপাহার শাখা সমন্বকারী মোশারফ হোসেন,সেলিম রেজা,লাহানত্মী ফাউন্ডেশনের কেন্দ্রিয় কমিটির সভাপতি কানু মুর্মু,সহ সভাপতি বিষদমনি টপ্য,খুদিরাম এক্কা,সিতারাম উরাও,ইসনী সপুয়ার প্রমুখ বক্তব্য প্রদান করেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী নারী পুরম্নষ সমাবেশে অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …